WhatsApp In Bengali: ইংলিশ ছাড়াও বাংলায় ব্যবহার করতে পারবেন WhatsApp, জেনে নিন কিভাবে
বাংলায় কিভাবে ব্যবহার করবেন WhatsApp, জেনে নিন কিভাবে

WhatsApp In Bengali: সম্পূর্ণ ভারতে ৪৮৭ মিলিয়ন মানুষ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তার থেকে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে কয়েক মিলিয়ন ব্যবহারকারী আছে এই অ্যাপের তা বলার অপেক্ষা রাখে না। অনেক সময়ই শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবার কারণে সমস্যায় পড়েন অনেকে। তবে জানেন কি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নিজের মাতৃভাষায়।
হোয়াটসঅ্যাপে ইংলিশ ডিফল্ট ভাষা হিসেবে সেট করা আছে। আপনি যখন এই অ্যাপ মোবাইলে ইনস্টল করেন তখন ইংলিশ ডিফল্ট ভাষা হিসাবে চলে আসে। কিন্তু আপনি যে কোনো সময়ে তা পরিবর্তন করতে পারবেন। অ্যাপ যখন সেট করবেন তখনই এই প্রসেস চলাকালীন ব্যবহারকারীদের পছন্দের ভাষা জানতে চাওয়া হয়। আপনি সেই সময় নিজের ভাষা পরিবর্তন করতে পারেন। তবে শুধু তাই নয় যে কোনো সময়েই আপনি আপনার পছন্দের মাতৃভাষা বেছে নিতে পারেন।
আপনার অ্যান্ড্রয়েড হ্যান্ড সেটে কিভাবে এই বাংলা ভাষা সেট করবেন তা সম্পূর্ণ নিচে দেখানো হলো –
১) আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলে নিন।
২) এবার উপরের ডান দিকে তিনটি ডট বা বিন্দু গুলিতে ক্লিক করুন।
৩) এবার সেটিংস /Settings ক্লিক করুন।
৪) এরপরে দ্বিতীয় অপসন অর্থাৎ চ্যাট/Chat ওপেন করুন।
৫) একদম নিচের দিকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ/App Language অপসনটিতে ক্লিক করুন ও নিজের বাংলা ভাষা সিলেক্ট করে নিন।
বিশেষ কথা: শুধু বাংলা বা ইংলিশ ভাষাই নয় মোট ১১ রকমের দেশীয় ভাষায় আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তাহলে আর চিন্তা কি নিজের পছন্দের বাংলা ভাষায় নিজের প্রিয়জনকে ভালোবাসার মেসেজটি লিখে ফেলুন এক্ষুনি।