মাত্র ১,৯৪৫ টাকায় পেয়ে যান Redmi Note 9 Pro, জেনে নিন স্পেসিফিকেশন
২০২১ আসতে আর নেই বেশি দিন বাকি। আর এই নতুন বছর যদি উপহার দিয়ে শুরু হয় তাহলে কেমন হয়? আবার সেই উপহার যদি হয় বাজেট ফ্রেন্ডলি? তাহলে তো আর কোনো কথায় হয় না। উপহার দিয়ে ফেলুন নিজেকে সাথে সাথেই পারবেন কাছের মানুষকে দিতে এই উপহার। Xiaomi আপনাকে এনে দিয়েছে সেই বিশেষ সুযোগ। Redmi Note 9 Pro এর ওপর ৩ হাজার টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। দাম কমিয়ে দেওয়ার পরে mi.com এ ফোনটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা থেকে ১৩,৯৯৯ টাকা করা হয়েছে।
mi.com এর গ্রাহকরা এই ফোনটির ওপর পাচ্ছেন আকর্ষণীয় অফার। ফোনটির দাম অফারের পর ১৩,৯৯৯ টাকা করা হয়েছে। Amazon India তে ফোনটির ওপর দেওয়া হচ্ছে ১২,০৫০ টাকা এক্সচেঞ্জ অফার। অর্থাৎ গ্রাহক আগের ফোন এক্সচেঞ্জ করলে ফোনটি পেয়ে যাবেন মাত্র ১,৯৪৫ টাকায়।
Redmi Note 9 pro এই ফোনটির ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ডট ডিসপ্লে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে রয়েছে দুটি র্যাম ও ইন্টারনাল স্টোরেজের বিকল্প উপায়। একটি ভ্যারিয়েন্টে ৪ জিবি র্যামের সাথে ৬৪ জিবি স্টোরেজ এবং অন্য ভ্যারিয়েন্টটিতে ৬ জিবি র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজের বিকল্প গ্রাহক পাবেন। অ্যান্ড্রইয়েড ১০ এর সাপোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে। প্রসেসর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি। এইবার আসা যাক ক্যামেরার কথায়।
৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সাপোর্টের সাথে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স পেয়ে যাচ্ছেন গ্রাহকরা ফোনটিতে। এছাড়া একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ইন ডিসপ্লে এআই সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।