Good News! স্বাধীনতা দিবস উপলক্ষে পান 75 জিবি ফ্রী ডেটা; ধামাকা অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও
Independence Offer -এর জন্য প্ল্যানের সঙ্গে 75 GB অতিরিক্ত ডেটা ফ্রি দিচ্ছে আম্বানির জিও

রাত পোহালেই ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে মাতবে গোটা দেশ। তার মাঝেই দেশে রিলায়েন্স জিও (Reliance Jio) ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্পেশাল অফার নিয়ে হাজির হয়েছে। এমনিতেই গ্রাহকদের সর্বদা খেয়াল রাখেন জিও। আর উপরন্তু দেশের ৭৫ তম স্বাধীনতা বলে কথা। সবার জন্য কিছু তো স্পেশাল নিয়ে আসবেই আম্বানি গোষ্ঠী। বুধবার প্রকাশ্যে এসেছে ‘Jio Independence offer’।
১) ২,৯৯৯ টাকার অফার :
আপনি যদি ২৯৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে সম্পূর্ণ ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের জন্য মেয়াদ থাকবে প্যাকটির। প্রতিদিন ২.৫ জীবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি করে এসএমএস করার সুবিধা পাবেন।
আবার জিও ২৮৭৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ১ বছর। কিন্তু সে ক্ষেত্রে আপনি পাবেন প্রতিদিন ২ জীবি ডেটা। সাথেই আনলিমিটেড কল ও ১০০ টি এসএমএস পাবেন।কিন্তু মজার ব্যাপার হলো আপনি যদি ২৮৭৯ টাকার বদলে মাত্র ১২০ টাকা বেশি দিয়ে অর্থাৎ ২৯৯৯ টাকার রিচার্জ করেন তাহলে দুর্দান্ত অফার পাবেন।
Disney+Hotstar অ্যাপের মোবাইল সাবস্ক্রিপশন ১ বছরের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ মিলবে। যার বাজার মূল্য ৪৯৯ টাকা। মাত্র ১২০ টাকা বেশি দিয়ে পেয়ে যাবেন এই অফার। শুধু তাই নয় Independence Offer -র জন্য প্ল্যানের সঙ্গে 75 GB অতিরিক্ত ডেটা ফ্রি পাওয়া যাবে। যার খরচ 750 টাকা। Ixigo, Netmeds, Ajio মতো অ্যাপ গুলি পাবেন আপনি। আরেকটু কম দামে ২৫৪৫ টাকা রিচার্জে ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। তবে কোনো রকম অ্যাপের ওটিটি সাবস্ক্রিপশন পাবেন না। উপরন্তু ১.৫ জীবি করে প্রতিদিন নেট, আনলিমিটেড কল ও ১০০ টি এসএমএস পাবেন। তাহলে আবার ভাবছেন কি MyJio অ্যাপ ইনস্টল করুন ও বাড়িতে বসে রিচার্জ করে উপভোগ করুন দুর্দান্ত Reliance Jio Independence Plan।