Tech NewsNews

লাগবে না লাইসেন্স! কলেজ স্টুডেন্টদের জন্য আদর্শ এই ৫ ই-স্কুটার, কম দামে মিলবে দুর্দান্ত মাইলেজ

পৃথিবীতে ধীরে ধীরে জ্বালানি তেল শেষ হয়ে আসছে। কিন্তু এই সমাজে চলতে গেলে গাড়ি তো লাগবেই। তাই মানুষ ঝুঁকছে ইলেকট্রিক গাড়ি কিংবা স্কুটারের দিকেই। দেশে তেলের দাম আকাশ ছোঁয়া। যার ফলে মানুষ পকেটের শান্তি পাচ্ছে ব্যাটারী চালিত গাড়ির উপরেই। একের পর এক অনেক কোম্পানি তাদের নতুন ই-স্কুটার বাজারে নিয়ে এসেছে। এবার সেই তালিকাতেই সেরার সেরা হিসাবে নাম লিখিয়েছে ৫টি ই-স্কুটার। তবে জানেন কি আজ যে ইলেকট্রিক স্কুটার গুলি নিয়ে বলবো সেগুলি সব কটি লাইসেন্স ছাড়াই রাস্তায় চালাতে পারবেন। আসলে এই ইলেকট্রিক স্কুটিগুলি ২৫-৩০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে চলতে পারে। দেশের নিয়ম অনুযায়ী ৩০ কিমি প্রতি ঘণ্টার কম বেগে বা ২৫০ ওয়াটের কম আউটপুটের স্কুটি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে না। তাহলে চলুন সেই স্কুটারের খুঁটিনাটি সকল তথ্য জেনে নেওয়া যাক।

১) Hero Electric Flash E2 –

হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ E2 ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি। মাত্র ৫৯,০০০ টাকায় পেয়ে যাবেন এই স্কুটার। ৪৮ ভোল্ট ২৮Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘন্টা সময় লাগে যা ৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। স্কুটারটি ২৫ কিমি প্রতি ঘণ্টা গতি সর্বোচ্চ স্পিডে যেতে পারবে যার জন্য আপনার লাইসেন্স লাগবে না।

২) Ampere Reo Elite:

এই ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম-আয়ন এবং লিড অ্যাসিড ব্যাটারি দুটিই দেওয়া হয়েছে। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘন্টা বেগে যেতে পারবে। সাথেই ২৫০ w এর একটি BLDC মোটর থাকবে। এক চার্জে ৬০ কিলোমিটার যেতে সক্ষম। সাথেই ইউএসবি চার্জিং পয়েন্ট, এলইডি হেডলাইট, টেললাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ড্যাশবোর্ড ইত্যাদি ফিচার্স থাকবে।

৩) Gemopai Miso:

এই ইলেকট্রিক স্কুটার সম্প্রতি বাজারে লঞ্চ হয়েছে। এই কোম্পানি ভারতে একটি ভিন্ন ধরনের ছোট স্কুটার তৈরি করছে। ৪৮V ১ kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থাকবে যা সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারবে।

৪) Okinawa Lite:

দুর্দান্ত এই স্কুটারটি পেয়ে যাবেন ৬৬,০০০ টাকায়। ২৫০ ওয়াটের BLDC বৈদ্যুতিক মোটর এবং ১.২৫ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। একবার সম্পূর্ণ চার্জ হলে, এটি ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ফিচার্স বলতে থাকবে এলইডি হেডলাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেল-ল্যাম্প এবং এলইডি ইন্ডিকেটর।

৫) EeVe Xeniaa:

বিশ্বাস করা অসম্ভব তবে আপনি এই ই-স্কুটার পেয়ে যাবেন মাত্র ৪৩,০০০ টাকায়। গত বছর EeVe তার Xenia মডেলটি লঞ্চ করেছে। ২৫০W মোটর আছে যা একবার চার্জে ৭০ কিলোমিটার চলে। সাথেই ২৫ কিমি প্রতি ঘন্টা স্পিডে যেতে সক্ষম। উভয় চাকাই টিউবলেস টায়ার এবং ডিস্ক ব্রেক যুক্ত। হালকা কাজের ব্যবহারের জন্য খুবই ভালো বলা চলে।