Tech News

মাত্র 3,272 টাকা দিয়ে ঘরে নিয়ে আসুন পছন্দের iPhone 14, দুর্দান্ত অফার চলছে Amazon-এ

iPhone 14: ফিচারপ্যাকড নামিদামি ফোন ব্যবহার করার ইচ্ছে থাকে কমবেশি প্রায় সকলের। আর ব্যাপারটা যদি Apple iPhone হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু শখ থাকলেই তো আর হবে না। iPhone কিনতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সাধারণের এই ধারণা এবার বদলে দিল অ্যামাজন। ভারতের বাজারে এ যাবৎ কালের মধ্যে সবথেকে সস্তায় iPhone 14 পাওয়া যাচ্ছে এই অনলাইন অ্যাপে।

যে সময় বাজারে iPhone 14 লঞ্চ করা হয়েছিল সে সময় এই ফোনটির দাম ছিল 79,900 টাকা। তবে বর্তমানে অনেকটাই কম দামে অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই ফোন। এখন অ্যামাজনে চলছে Amazon Freedom Festival সেল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র 3,272 টাকা খরচ করেই বাড়িতে নিয়ে আসা যাবে দামি এই ফোন। অবিশ্বাস্য হলেও সত্যিই কিন্তু এটা সম্ভব। তবে এর জন্য গ্রাহকদের করতে হবে একটি বিশেষ কাজ। কী? জেনে নেওয়া যাক বিস্তারিত।

iPhone 14 Specification :

  • মডেল (Model) : iPhone 14
  • ডিসপ্লে (Display) : 6.1 ইঞ্চি
  • ভেরিয়েন্ট (Colour Varient) : Blue, Midnight, Purple, Red, Starlight, Yellow
  • ক্যামেরা (Camera) : 12MP+12MP (Rear Camera), 12MP (Front Camera)
  • স্টোরেজ (Storage) : 128 GB
  • ব্যাটারি (Battary) : 3,279 mAh
  • দাম (Price) : 67,499 টাকা

মাত্র 3,272 টাকায় কীভাবে কেনা যাবে এই ফোন?

  1. এই ফোনটি কেনার জন্য প্রথমেই চলে যেতে হবে অ্যামাজনে (Amazon)।
  2. এরপর সেখান থেকে ‘Buy Now’অপশনে ক্লিক করে বেছে নিতে হবে EMI অপশনটি।
  3. এরপরেই দেখা যাবে মাত্র 3,272 টাকায় এই ফোনটি কিনতে পারার সুযোগ।
  4. এর জন্য অবশ্য গ্রাহকদের কাছে থাকতে হবে J&K ব্যাঙ্কের ক্রেডিট কার্ড।
  5. 24 মাস ধরে মাত্র 3,272 টাকা করে দিলেই iPhone 14 হয়ে যাবে আপনার।
  6. এক্ষেত্রে অবশ্য 14.99% সুদে অতিরিক্ত 11,041 টাকা দিতে হবে গ্রাহককে।

EMI, Plan Duration, Interest, Total Cost

  • EMI : 22,989
  • Plan Duration : 3 মাস
  • Interest : 13%
  • Total Cost : 68,967
  • EMI : 11,697
  • Plan Duration : 6 মাস
  • Interest : 13.5%
  • Total Cost : 70,182
  • EMI : 7,944 9
  • Plan Duration : 9 মাস
  • Interest : 13.99%
  • Total Cost : 71,494
  • EMI : 6,060
  • Plan Duration : 12 মাস
  • Interest : 13.99%
  • Total Cost : 72,723
  • EMI : 4,195
  • Plan Duration : 18 মাস
  • Interest : 14.5%
  • Total Cost : 75,511
  • EMI : 3,272
  • Plan Duration : 24 মাস
  • Interest : 14.99%
  • Total Cost : 78,540

তবে যদি কোনো গ্রাহক একেবারে ক্যাশ টাকায় এই ফোনটি কিনতে চান তাহলেও কিন্তু পেয়ে যাবেন কম দামে। এরজন্য গ্রাহককে পকেট থেকে খসাতে হবে মাত্র 67,499 টাকা।