×
Tech News

পূজোর আগে ধামাকা অফার দিচ্ছে আম্বানির JIO, এই প্ল্যান রিচার্জ করলে পাবেন 6 টি দারুন সুবিধা, এক্ষুনি দেখে নিন

Reliance Jio Offer: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা প্রায় দরজায় কড়া নাড়ছে। চলতি মাসের ২৫ তারিখ মহালয়া। আর মহালয়া হয়ে যাওয়া মানে যে দেবী পক্ষের সূচনা হয়ে যাবে তা নিশ্চিত। অন্যদিকে দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে কদিন আগেই। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটেছিল জিওর। প্রথমে ফ্রি সার্ভিস দিলেও পরে কম দামে সবার জন্য পরিষেবা চালু করে এই সংস্থা।

আর তাদের ছয় বছর বর্ষপূর্তিতে গ্রাহকদের জন্য দুর্দান্ত একটি অফার দিয়েছে জিও। তবে এই অফার অবশ্যই সীমিত সময়ের জন্য থাকবে। তাহলে চলুন আপনাদের জানিয়ে দেওয়া যাক জিওর বাম্পার সেই অফার সম্পর্কে।

প্যান : ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

মেয়াদ : ১ বছর অর্থাৎ ৩৬৫ দিন

ইন্টারনেট : ২.৫ জিবি প্রতিদিন

ভয়েস কল : আনলিমিটেড যে কোনো নেটওয়ার্কে

বাড়তি বিভিন্ন সুবিধা ও স্পেশাল অফার :

১) অতিরিক্ত ৭৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে এই প্যাকে।

২) Disney+Hotstar মোবাইলে ১ বছরের জন্য সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

৩) Ixigo অ্যাপটি ব্যবহার করতে পারবেন যদি কোথাও ঘুরতে যেতে চান। ৪৫০০ টাকা কিংবা তার বেশি খরচ করলে ৭৫০ টাকার কুপন পেয়ে যাবেন যা পরে আবার ব্যবহার করতে পারবেন।

৪) ২৯০০ টাকা বা তার বেশি অর্থের কেনাকাটা করলে ৭৫০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন AJIO -তে।

৫) Netmeds ব্যবহার করে যদি আপনি এক হাজার বা তার বেশি টাকার ওষুধ কেনেন তাহলে 750 টাকার ছাড় পাওয়া যাবে।

৬) রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে ৫০০০ টাকার ইলেকট্রনিক ডিভাইস বা সরঞ্জাম কিনলে ৫০০ টাকা বিশেষ কুপনের মাধ্যমে বেঁচে যাবে।

পুজোর আগে এত সুন্দর একটি অফার মিস করবেন না কিন্তু। তাই খুব তাড়াতাড়ি Myjio অ্যাপ ইনস্টল করুন। My Coupons সেকশনে গেলেই সমস্ত কুপন ও ভাউচার পেয়ে যাবেন আর সেখান থেকেই এই রিচার্জটি করে নিন।