×
Sports

Irfan Pathan: রূপের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী, রইল ছবি

২০০৩ সালে ভারতের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন ইরফান পাঠান (Irfan Pathan)। তৎকালীন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর তিনি নাকি অলরাউন্ডার হিসাবে সবথেকে বেশি পছন্দের ছিলেন। তারপরেই ইরফান নিজের খেলার প্রতিভায় ২০০৪ সালে একদিনের ম্যাচ ও ২০০৬ সালে টি২০ ম্যাচে ভারতের হয়ে খেলার সুযোগ পান। তবে ৩৬ বছরের ইরফান এখন ধারাভাষ্যকার হিসাবে কাজ করতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন।

Irfan Pathan: রূপের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী, রইল ছবি -

আজ ইরফান নয় বরং আমরা আলোচনা করবো তার স্ত্রী সাফা বেগমের সম্পর্কে। তাঁকে দেখতে নাকি স্বর্গে বাস করা পরীর মতো। ২০১৬ সালে ইরফানের সাথে সাফা বেগমের বিবাহ সম্পন্ন হয়। ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন সাফা। আর দুবাইতে ইরফানের সাথে প্রথমবার তাঁর পরিচয় ঘটে।

Irfan Pathan: রূপের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী, রইল ছবি -

সাফা আলাদা করে কোনো সোশ্যাল মাধ্যমে বিরাজ করেন না। কিন্তু ইরফান পাঠানের সাহায্যেই যে কয়েকটি ফটোতে দেখা গেছে সেগুলোতে হিজাব পড়া অবস্থায় মুখ ঢেকেই দেখা গেছে। কিন্তু বিয়ের আগে মডেল ছিলেন সাফা তবে বিয়ের পরে সেই কাজ পুরোপুরি ছেড়ে দেন। ধর্মীয় রীতি-নীতি মেনে বিয়ে করে ইরফানের সঙ্গে সুখে সংসার করছেন সাফা।

Irfan Pathan: রূপের দৌড়ে বলি অভিনেত্রীদের টেক্কা দেবেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রী, রইল ছবি -

সাফার রূপের আগুনে ক্লিন বোল্ড হবেন দীপিকা পাডুকোন (Deepika Padukone) থেকে রশ্মিকা মন্দনা (Rashmika Mandana)। সাফার ফটো সামনে আসতেই বিশেষ করে পুরুষরা ইরফানের স্ত্রীকে দেখার জন্য উৎসুক হয়ে উঠেছেন। আপনাদের জানিয়ে রাখি, ২০০৭ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ইরফান পাঠান। সেই ম্যাচে আগুনের মতো খেলার জন্য ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কারও পেয়েছিলেন তিনি।