SportsVideoViral Video

সেলিব্রেটি হলেও নেই অহংকার! ভক্তের কাছ থেকে চকলেট চেয়ে নিলেন ধোনি, সারল্য দেখে মুগ্ধ নেটদুনিয়া

তিনি যাই করুন না কেন সোশ্যাল মিডিয়ায় তা মুহূর্তের মধ্যেই হয়ে যায় ভাইরাল। আসলে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) জীবনের খুঁটিনাটি জানতে সর্বদা মুখিয়ে থাকেন ভক্তরা। 2023 সালে ধোনির নেতৃত্বে আইপিএল জয় করেছে চেন্নাই সুপার কিংস। এরপরেই নিজের হাঁটুর সার্জারি করান তিনি। আগামীতে তাকে আইপিএলে দেখা যাবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ইতিমধ্যেই ভক্তদের চোখের আড়ালে ইউ এস ওপেন দেখতে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ার দৌলতে ফুটে উঠছে তার একটি ভিডিও। সম্প্রতি তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। সেখানেই তাকে দেখা গিয়েছে এক অন্যরকম রূপে। অনেকেই বলছেন, ধোনির আবদার শুনে মনে হচ্ছে সে এখনো ছোট আছে।

ঠিক কী ঘটেছে?

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে মাহির একটি ভিডিও। সেই ভিডিওতেই দেখা গেল এক ফ্যানকে ছোট ব্যাট স্মারক হিসেবে দিচ্ছেন ধোনি। আর তার বদলে ওই ফ্যানের কাছ থেকে চকলেটের বাক্স ফেরত চেয়ে নেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। প্রিয় তারকার এমন ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কখনো তাঁকে দেখা যাচ্ছে খেলার ময়দানে তো কখনো আবার প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলতে ব্যস্ত হয়ে পড়ছেন মাহি। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসতে তা মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে ভাইরাল। এবারও ঘটলো ঠিক তেমনটাই।