
রোহিত শর্মা (Rohit Sharma) বর্তমানে ভারতীয় দলের কর্তা। বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরেই দলের হাল ধরেন রোহিত। যদিও তারপর থেকে পারফরমেন্স নিয়ে বেশ সংশয় শুরু হয়। আইপিএলের (IPL) চলতি মরসুমে কোনোরকম আসানুরূপ ফলাফল দেখা যাচ্ছে না হিটম্যানের ব্যাট থেকে। তার মধ্যে দিয়েই গতকাল ৩৬ বছরে পা দিয়েছেন এই ক্রিকেটার। তবে চলুন তাঁর জন্মদিন উপলক্ষে বিলাসবহুল বাড়ি থেকে বিপুল সম্পত্তির উপরে একটা ঝলক দিয়ে নেওয়া যাক।
১) বাড়ি – মুম্বইয়ের বোরিভালির আহুজা টাওয়ারের ২৭ তলায় সস্ত্রীক থাকেন রোহিত। সেই বাড়িটির দাম ৩০ কোটি টাকা। ২০১৫ সালে বাড়িটি কেনেন রোহিত। বাড়ির বারান্দা থেকে আরব সাগরের তিন দিকের দৃশ্য দেখা যায়। বাড়ির ভিতরে মিনি থিয়েটার থেকে জিম, সুইমিং পুল রয়েছে। শুধু তাই নয়, অ্যাপার্টমেন্টে অন-ডিমান্ড শেফকেও ডাকা যেতে পারে। তা ছাড়াও বিভিন্ন প্রপার্টি ও ফার্ম হাউস আছে রোহিতের কাছে।
২) গাড়ি – ক্রিকেটার মানেই গ্যারাজে এক সে এক দামি গাড়ি থাকবেই। সেই দৌড়ে পিছিয়ে নেই রোহিতও। ১.৫ কোটি টাকা দামের Mercedes GLS 400 D, ১.৭৯ কোটির BMW M5 Sports Car, ৩.৫০ কোটির Lamborghini Urus সহ আরও বিশেষ কয়েকটি গাড়ি আছে তার কালেকশনে।
৩) পারিশ্রমিক – প্রতিমাসে রোহিতের আয় ১.২ কোটি টাকা। আইপিএলে এক মরসুমে খেলার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের থেকে ১৬ কোটি টাকা পান রোহিত শর্মা। বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে তিনি A+ ক্যাটাগরিতে রয়েছেন সেখান থেকে বছরে ৭ কোটি টাকা পান।
৪) ব্র্যান্ড এন্ডর্সমেন্ট – CEAT, Rasna, Nissan, GoIbibo, OPPO, Dream11, JioCinema সহ আরও অনেক গুলি ব্রান্ডের প্রধান মুখ হিসাবে কাজ করেন তিনি।
৫) মোট সম্পত্তি – রোহিত শর্মা এখন মোট ২১৪ কোটি টাকার মালিক। কার্যত প্রতি বছর তাঁর সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে ব্যাপকহারে।