OffbeatSports

‘IPL’-এর চিয়ারলিডারদের বেতন কত? ৯৯% মানুষই জানেন না!

Advertisement

সম্প্রতি শুরু হয়েছে আইপিএল (IPL)। আর আইপিএল মানেই নিজের নিজের দলের হয়ে গলা ফাটানো থেকে শুরু করে বাজি লড়া এ নতুন কিছু নয়। তবে, এসবের পাশাপাশি নিজের দল চার বা ছয় হাঁকালেই চিয়ার লিডারদের সেই অসাধারণ নাচ মিস করতে চাননা কেউই। বিগত কয়েক বছর করোনার কারণে একাধিক বিধিনিষেধ থাকায় মাঠে চিয়ার
লিডার থাকতো না। তবে, এবছর থেকে তা আবারও ফিরে এসেছে।

'IPL'-এর চিয়ারলিডারদের বেতন কত? ৯৯% মানুষই জানেন না!

আর এই চিয়ারলিডারদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তেমনই শেষ নেই বিতর্কের। তবে, তাদের জনপ্রিয়তাও কিন্তু কোনো প্লেয়ারের চেয়ে কম নয়। এবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে আইপিএল হওয়ায় প্লেয়ারদের পাশাপাশি চিয়ারলিডারদেরও এদিক সেদিক ছুটে বেড়াতে হবে। ফলে প্লেয়ারদের থেকে তাদের উপর চাপটা অনেকটাই বেশি পরে। কিন্তু জানেন কি এই চিয়ার লিডারদের মাইনে কত?

'IPL'-এর চিয়ারলিডারদের বেতন কত? ৯৯% মানুষই জানেন না!

আজকের এই প্রতিবেদনে আমরা সে বিষয়েই বিস্তারিত জানাবো। সেক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে রাখি যে, চিয়ার লিডারদের পেশায় যতই গ্ল্যামার থাকুক না কেন বেতনের দিক থেকে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। মূলত আইপিএল চিয়ারলিডারদের নিয়োগ করে না। প্রতিবার ফ্র্যাঞ্চাইজি চিয়ার লিডারদের নিয়োগ করে থাকে। এজেন্সির মাধ্যমে তাদের নিয়োগ করা হয়। বেশিরভাগ চিয়ার লিডার হন বিদেশি। আর তাদের বেতন সরাসরি কিভাবে তারা নিয়োগ হচ্ছেন তার উপর নির্ভর করে।

চলুন তবে দেখে নেওয়া যাক কোন দলের চিয়ার লিডার কত টাকা বেতন পান।

১. চেন্নাই সুপার কিংস – প্রায় ১২ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

২. সানরাইজার্স হায়দরাবাদ – প্রায় ১২ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

৩. দিল্লি ক্যাপিটালস – প্রায় ১২ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

৪.মুম্বই ইন্ডিয়ান্স – প্রায় ২০ হাজার টাকা।
(ম্যাচ প্রতি)

৫.পাঞ্জাব কিংস – প্রায় ১২ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

৬.রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – প্রায় ২০ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

৭.কলকাতা নাইট রাইডার্স – প্রায় ২৪ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

৮.রাজস্থান রয়্যালস – প্রায় ১৪ হাজার টাকা। (ম্যাচ প্রতি)

'IPL'-এর চিয়ারলিডারদের বেতন কত? ৯৯% মানুষই জানেন না!

এছাড়াও ম্যাচের পর পার্টিতেও তাদের নাচতে হয়। আর সেখানেও তারা আলাদা করে টাকা পান। তবে, বলে রাখি যে, আইপিএলে তাদের বেতন কম হলেও আইপিএল-এ পারফর্ম করতে পারলে তারা দেশে গিয়ে বেশ জনপ্রিয়তা পান। এমনকি অনেক চিয়ারলিডারকে আবার বিজ্ঞাপনেও মুখ দেখাতে দেখা যায়।