×
SportsVideoViral Video

শুভমানের গালে কষিয়ে থাপ্পড় ঈশান কিষানের! তুমুল ভাইরাল ভিডিও

ক্রিকেটার ঈশান কিষান, আরেক সতীর্থর গালে বসালেন কষিয়ে এক চড়! হ্যাঁ সেই ভিডিও ঘিরেই এখন কার্যত বাঁধ ভাঙা হুল্লোড় চলছে নেটিজেনদের মধ্যে। কিন্তু হলো টা কি তা নিয়েই সবাই বেশ চিন্তিত? আর ওপর সেই সতীর্থই বা কে? তবে আপনাদের জানাই ঈশান যাকে চড় মেরেছেন তিনি বর্তমানে ভারতীয় দলের ব্যাটার শুভমান গিল। কিন্তু কি কারণে হাতাহাতি ও মারপিটের মতো পরিস্থিতি তৈরী হলো এই দুজনের মধ্যে।

 

View this post on Instagram

 

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)

আপনারা ‘রোডিস’ নামের রিয়ালিটি শোয়ের কথা কমবেশি সকলেই জানেন। তার অডিশন পর্ব নিয়ে হামেশাই সোশ্যাল মিডিয়াতে হইচই চলে। এবার সেই অডিশনের কোনো এক মুহুর্তর অডিও ক্লিপ নিয়েই ঈশান কিষান (Ishan Kishan), শুভমান গিল (Shubman Gill) ও যুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অডিশানের এই বিশেষ মুহূর্ত দেখা গেল হাসির মজার মাঝে। যেখানে প্রতিযোগী হিসাবে শুভমান ও বিচারকের আসনে ঈশান ও যুজবেন্দ্রকে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Ishan Kishan (@ishankishan23)

তাঁরা দুজন শুভমানকে কতটা সাহস আছে তা জিজ্ঞেস করেন। শুভমান বলেন অনেক আছে। ঈশান সাথে সাথেই তার মাথার উপর দিয়ে ‘গরিলা জাম্প’ করে খাটের উপর ওঠেন ও ফিরে এসে নিচে নেমে শুভমানকে ধাক্কা মারেন। এখানেই শেষ নয় ঈশান তাঁকে বলেন নিজেকে ‘চড়’ মারতে। সাথে সাথেই শুভমান নিজেকে চড় মারেন আর ঈশান ও তাঁকে ঘুরিয়ে একটা চড় মারেন।

 

View this post on Instagram

 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

আর এই দৃশ্য দেখে কার্যত হাসি চেপে রাখতে পারেননি দর্শকরা। সম্পূর্ণ মজায় তৈরী এই ভিডিও যেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে উঠেছে। ‘রোডিস’ খ্যাত রানবিজয় সিংহ ও প্রিন্স নারুলা কমেন্ট করেছেন হাসির ইমোজি। ১৩ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। মজায় তৈরী এই ভিডিও যে দর্শকদের মন কেড়ে নিয়েছে তা আলাদা করে বলার দরকার নেই। নিউজিল্যান্ডের শেষ এক দিনের ম্যাচেও ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন শুভমান। যদিও এই সিরিজ শেষ পর্যন্ত ভারত নিজেদের নামে করতে সক্ষম হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)