Recipes
কলা, ডিম, ময়দা ও চিনি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি, একবার খেলে প্রেমে পড়ে যাবেন
Advertisement

বাচ্চাদেরকে দুধ বলুন বা ফল এসব খাওয়ানো বেশ ঝক্কির কাজ। কিন্তু আজ আপনাদের দুধ ও কলা দিয়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি বলবো যা বাচ্চারা একেবারে খুশি মনে খাবে। এমনকি এটি পেটও ভরা রাখবে অনেকক্ষন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-
উপকরণ:
কলা
ডিম
চিনি
ময়দা
বেকিং পাউডার
নুন
ভ্যানিলা এসেন্স
দুধ
সাদা তেল
প্রনালী:
স্টেপ-১
প্রথমেই একটি মিক্সিং বোলে ২ টো কলা, ১ টা ডিম নিয়ে ভালো করে স্মাশ করে মিশিয়ে নিতে হবে।
স্টেপ-২
এরপর চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
স্টেপ-৩
তারপর ১ কাপ ময়দা, বেকিং পাউডার, নুন, ভ্যানিলা এসেন্স, দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
স্টেপ-৪
এরপর সাদা তেল গরম করে কিছুটা করে ব্যাটার দিয়ে এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি আলু ও কলা দিয়ে তৈরি একটি টেস্টি রেসিপি।
দেখে নিন ভিডিও-