Recipes
১ টি ডিম ও ২ টো কলা দিয়ে বানিয়ে ফেলুন লোভনীয় স্বাদের রেসিপি, একবার খেলে বারবার খেতে মন চাইবে

সকাল হোক বা সন্ধ্যে নিত্য নতুন খাবার খেতে কারই বা মন চায়না বলুন তো দেখি। আজ আপনাদের ডিম ও কলা দিয়ে হেলদি একটি রেসিপি বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-
উপকরণ:
১.ডিম
২.কলা
৩.নুন
৪.চিনি
৫.দুধ
৬.বেকিং পাউডার
৭.সাদা তেল
প্রনালী:
প্রথমেই একটি মিক্সিং বোলে ২ টি কলা, ১ টি ডিম দিয়ে ভালো করে স্মাশ করে নিতে হবে। তারপর এটিকে মিক্সিং জারে নিয়ে নিতে হবে। সঙ্গে ১/৩ কাপ চিনি, ১০০ দুধ দিয়ে ভালো করে ব্রেন্ড করে নিতে হবে। তারপর ওই মিশ্রণের মধ্যে ১ কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপর ১/২ চা চামচ বেকিং পাউডার ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইতে অয়েল ব্রাশ করে ব্যাটার দিয়ে ঢেকে এপিঠ ওপিঠ উল্টে রান্না করে নিলেই একেবারে তৈরি অসাধারণ জলখাবার।
দেখে নিন ভিডিও-