Recipes

হাত চাটবে ৮ থেকে ৮০, সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, শিখে নিন রেসিপি

Advertisement
Advertisements

সন্ধ্যে মানেই সকলে মুচমুচে কিছু খেতে বেশ ভালোলাগে। আজ তাই আলু ও সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি বলবো। যার নাম ‛সুজি-আলুর স্ন্যাক্স’। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।

হাত চাটবে ৮ থেকে ৮০, সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, শিখে নিন রেসিপি

‛সুজি-আলুর স্ন্যাক্স’ বানানোর উপকরণ

সুজি
আলু
নুন
চিলিফ্লেক্স
কারিপাতা
চাটমসলা
সাদা তেল

হাত চাটবে ৮ থেকে ৮০, সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, শিখে নিন রেসিপি

‛সুজি-আলুর স্ন্যাক্স’ বানানোর প্রনালী

স্টেপ-১

প্রথমেই একটি কড়াইতে ২ কাপ জল দিয়ে নিতে হবে। এরপর এরমধ্যে নুন ও চিলিফ্লেক্স, কারীপাতা দিয়ে মিশিয়ে নিতে হবে।

হাত চাটবে ৮ থেকে ৮০, সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, শিখে নিন রেসিপি

স্টেপ-২

তারপর অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

হাত চাটবে ৮ থেকে ৮০, সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, শিখে নিন রেসিপি

স্টেপ-৩

এরপর সেদ্ধ করে স্মাশ করা আলু, চাটমসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

হাত চাটবে ৮ থেকে ৮০, সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, শিখে নিন রেসিপি

স্টেপ-৪

তারপর মিশ্রনটাকে থালায় ঢেলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

স্টেপ-৫

এরপর মেখে রাখা মন্ড থেকে কিছুটা করে লেচি নিয়ে গোল গোল করে গড়ে নিতে হবে।

স্টেপ-৬

তারপর কড়াইতে তেল গরম করে ভেজে নিলেই একেবারে তৈরি মুচমুচে ‛আলু-সুজির স্ন্যাক্স’।

এরপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।