Recipes

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

Advertisement

একই স্বাদের খাবার খেতে রোজ রোজ কারোরই ভালো লাগে না। আজ তাই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

উপকরণ

আলু
পেঁয়াজ কুচি
ক্যাপসিকাম
চিজ
স্প্রিং অনিয়ন
নুন
গোলমরিচ গুঁড়ো
ডিম
চিনি
ময়দা
ব্রেড ক্ৰামস
বাটার
সাদা তেল

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

প্রনালী

স্টেপ-১

প্রথমেই ৩ পিস আলুকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর স্লাইস করে কেটে নিতে হবে।

 

স্টেপ-২

এরপর কিছুটা জল দিয়ে আলু গুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর স্মাশ করে নিতে হবে।

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

 

স্টেপ-৩

তারপর কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর লাল ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

স্টেপ-৪

এরপর স্মাশ করে রাখা আলুর মধ্যে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা, চিজ, স্প্রিং অনিয়ন, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

স্টেপ-৫

তারপর একটি বাটিতে ২ টি ডিম ফাটিয়ে নিতে হবে। এরপর একে একে নুন, চিনি, দুধ, ময়দা, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

স্টেপ-৬

এরপর গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর এক হাতা ব্যাটার দিয়ে গোল গোল রুটির আকারে গড়ে নিতে হবে।

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

স্টেপ-৭

তারপর মাঝে আলুর পুর দিয়ে মুড়ে নিতে হবে। এরপর আবারও একটি পাত্রে তিনটে ডিম ও নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

স্টেপ-৮

এরপর ময়দা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর গড়ে রাখা খাবারটাকে ব্যাটরে ডুবিয়ে ব্রেড ক্ৰামসে কোট করে নিতে হবে।

আলু, ময়দা ও পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই খাবার, একবার খেলেই পড়ে যাবেন প্রেমে

স্টেপ-৯

তারপর কড়াইতে বাটার গরম করে খাবারটাকে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি অসাধারণ স্বাদের একটি রেসিপি।