সুজি আর আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সকালের জলখাবার, একবার খেলে প্রেমে পড়ে যাবেন

প্রত্যেকদিন সকাল হোক বা বিকেল জলখাবারের মেনু নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয় মা-ঠাকুমাদের। তবে আজ আলু ও সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটি জলখাবার রেসিপি বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।
উপকরণ:
১.সুজি
২.ধনেপাতা কুচি
৩.চিলি ফ্লেক্স
৪.আদা কুচি
৫.গোলমরিচ
৬.জোয়ান
৭.নুন
৮.সাদা তেল
প্রনালী:
স্টেপ-১
প্রথমেই দুটি আলুকে সেদ্ধ করে স্মাশ করে নিতে হবে। এরপর এরমধ্যে ১/২ কাপ সুজি, ধনেপাতা কুচি, চিলিফ্লেক্স, আদা কুচি, গোলমরিচ, জোয়ান, স্বাদমতো নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।
স্টেপ-২
এরপর অল্প অল্প আটা দিয়ে ডো টাকে মেখে নিতে হবে। তারপর উপর দিয়ে সাদা তেল দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে।
স্টেপ-৩
তারপর ঢাকনা খুলে কিছুটা মিশ্রন নিয়ে বেলে নিতে হবে।
স্টেপ-৪
এরপর কড়াইতে সাদা তেল গরম করে উল্টে পাল্টে ভেজে নিলেই একেবারে তৈরি সুজি ও আলুর দারুন টেস্টি জলখাবার।
দেখে নিন ভিডিও-