×
Recipes

পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির দুধ পাটিসাপটা পিঠা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন

শীত আসছে। শীত মানেই নানারকম পিঠেপুলি। পাটিসাপটা এমন একটা পিঠে যেটা সবাই খেতে ভালোবাসে। এটা প্রায় সব বাড়িতেই বানানো হয়। খুব সহজেই বানানো যায় সুজির দুধ পাটিসাপটা। এবার পৌষ সংক্রান্তির দিন বানিয়ে ফেলুন এই রেসিপি।

উপকরণ :

সুজি
দুধ
গুঁড়ো দুধ
গুড়
নুন

প্রণালী :

স্টেপ ১:

পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির দুধ পাটিসাপটা পিঠা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

সুজির দুধ পাটিসাপটা পিঠে বানাবার জন্য প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে ১ কাপ সুজি, অল্প নুন ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে২০০ মিলি বা ১ কাপ জল,পরিমাণ মতো গুড় ভালো করে মিশিয়ে নিন। চাইলে গুড়ের বদলে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু শীতকালে এইসব পিঠের মধ্যে গুড়ের রঙ আর গন্ধ খুবই ভালো লাগে। চাইলে জলের বদলে দুধ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বা ব্যাটার বানিয়ে কিছুক্ষণ একটা বড়ো বোলের মধ্যে রেখে দিন।

পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির দুধ পাটিসাপটা পিঠা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

স্টেপ ২:

পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির দুধ পাটিসাপটা পিঠা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

একটা কড়ায় এক ফোঁটা তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপর এখানে অল্প জল ছিটিয়ে দিতে হবে। জল শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। জল শুকিয়ে গেলে হাতার সাহায্যে কিছুটা মিশ্রণ কড়ায় দিয়ে দিতে হবে। চাইলে এটা ফ্রাইং প্যান বা তাওয়াতে বানানো যেতে পারে। কড়া ঘুরিয়ে ব্যাটার ভালো করে ছড়িয়ে নিতে হবে। এরকমই এই পাটিসাপটার মাঝখানে পরিমাণ মত গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে।। এই পিঠার জন্য কোনরকম পুর বানাবার ঝামেলা করতে হয় না।

স্টেপ ৩:

গুঁড়ো দুধ দেওয়ার পরে ১-২ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। যখন পাটিসাপটা ধার থেকে ছেড়ে আসবে তখন ওপর থেকে আগে তৈরি করে রাখা পুর দিয়ে দিন। খুন্তির সাহায্যে গোল করে পিঠে রোল করে নিন। এই পর্যায়ে আঁচ নিচু রাখতে হবে। একটু উল্টেপাল্টে ভেজে নামিয়ে নিন।

স্টেপ ৪:

পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির দুধ পাটিসাপটা পিঠা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

কড়ায় হাফ লিটার দুধ গরম করে নিতে হবে। এই দুধের মধ্যে ৬-৭ চামচ গুঁড়ো দুধ দিয়ে কয়েক মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোন লাম্প বা ডেলা না থাকে।

পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সুজির দুধ পাটিসাপটা পিঠা, একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

দুধ ভালো করে মিশে গেলে পরিমাণ মত গুড় বা ৫০ গ্রাম গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় ভালো করে মিশে গেলে এই মিষ্টি দুধ আগে বানিয়ে রাখা পাটিসাপটা পিঠের ওপর দিয়ে পরিবেশন করুন সুজির দুধ পাটিসাপটা।