×
Recipes

জলখাবারে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ‘গার্লিক বাটার টোস্ট’, একবার খেলে প্রেমে পড়ে যাবেন

রোজ সকালের খাবারে মুখের স্বাদ বদলাতে অনেকেই অনেক কিছু বানিয়ে থাকেন। আজ তাই নতুন স্বাদের ‛গার্লিক বাটার টোস্ট’-র রেসিপি বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-

‛গার্লিক বাটার টোস্ট’ বানানোর উপকরণ:

পাউরুটি
বাটার
ধনেপাতা কুচি
চিলিফ্লেক্স
নুন
সাদা তেল

‛গার্লিক বাটার টোস্ট’ বানানোর প্রনালী:

স্টেপ-১

প্রথমেই ২ কোয়া রসুনকে গ্রেট করে নিতে হবে।

স্টেপ-২

জলখাবারে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ‘গার্লিক বাটার টোস্ট', একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

এরপর তারমধ্যে ১ চামচ বাটার, ১ চামচ ধনেপাতা কুচি, চিলিফ্লেক্স, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

স্টেপ-৩

জলখাবারে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ‘গার্লিক বাটার টোস্ট', একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

তারপর এই মিশ্রনটিকে স্লাইস করা ব্রেডের উপর মাখিয়ে দিতে হবে।

স্টেপ-৪

এরপর উপর দিয়ে চিজ ছড়িয়ে দিতে হবে। তারপর একটি পাত্রে তেল ছড়িয়ে বাটার পেপার লাগিয়ে তাতে ব্রেড গুলো বসিয়ে দিতে হবে।

স্টেপ-৫

জলখাবারে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ‘গার্লিক বাটার টোস্ট', একবার খেলে প্রেমে পড়ে যাবেন -

তারপর একটি কড়াইকে আগে থেকে গরম করে তারমধ্যে স্ট্যান্ড বসিয়ে নিতে হবে। এরপর তার উপর ব্রেড গুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিতে হবে।

স্টেপ-৬

এরপর চিজ গুলো মেল্ট হয়ে গেলে নামিয়ে নিলেই একেবারে তৈরি ‛গার্লিক বাটার টোস্ট’।

দেখে নিন ভিডিও-