Recipes

সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার, ভালো না লাগলে পয়সা ফেরত

Advertisement
Advertisements

প্রত্যেকদিন সকাল হোক বা বিকেলের জলখাবারের মেনু নিয়ে বেশ ঝক্কি পোহাতে হয় মা-ঠাকুমাদের। তবে আজ আলু ও সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটি টেস্টি জলখাবার রেসিপি বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।

উপকরণ:

১.আলু
২.সুজি
৩.ধনেপাতা কুচি
৪.চিলি ফ্লেক্স
৫.আদা কুচি
৬.গোলমরিচ
৭.জোয়ান
৮.নুন
৯.সাদা তেল

প্রনালী:

স্টেপ-১

সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার, ভালো না লাগলে পয়সা ফেরত

প্রথমেই দুটি আলুকে সেদ্ধ করে স্মাশ করে নিতে হবে। এরপর এরমধ্যে ১/২ কাপ সুজি, ধনেপাতা কুচি, চিলিফ্লেক্স, আদা কুচি, গোলমরিচ, জোয়ান, স্বাদমতো নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।

স্টেপ-২

সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার, ভালো না লাগলে পয়সা ফেরত

এরপর অল্প অল্প আটা দিয়ে ডো টাকে মেখে নিতে হবে। তারপর উপর দিয়ে সাদা তেল দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে।

স্টেপ-৩

সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার, ভালো না লাগলে পয়সা ফেরত

তারপর ঢাকনা খুলে ওই মেখে রাখা ডো থেকে কিছুটা মিশ্রন নিয়ে বেলে নিতে হবে।

স্টেপ-৪

সুজি ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের জলখাবার, ভালো না লাগলে পয়সা ফেরত

এরপর কড়াইতে সাদা তেল গরম করে উল্টে পাল্টে ভেজে নিলেই একেবারে তৈরি সুজি ও আলুর দারুন টেস্টি জলখাবার।

তারপর যেকোন তরকারি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

দেখে নিন ভিডিও-