Recipes

উপবাসের দিনে একদম অন্য স্বাদে বানিয়ে ফেলুন ঝরঝরে ‘সাবুর খিচুড়ি’, একবার খেলে প্রেমে পড়ে যাবেন

উপবাসের দিন খাওয়ার জন্য ‘সাবুর খিচুড়ি' রেসিপি

Advertisement

অষ্টমীর দিন হোক বা একাদশী অথবা কোন পুজো পার্বনের দিন বাড়ির মহিলারা উপবাস করে থাকেন। উপোস ভাঙার পর খাওয়ার জন্য দূর্দান্ত স্বাদের একটি রেসিপি বলবো। যার নাম সাবুর খিচুড়ি। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-

‛সাবুর খিচুড়ি’ বানানোর উপকরণ:

১.সাবু
২.আলু
৩.সাদা জিরে
৪.কাঁচালঙ্কা কুচি
৫.আদা বাটা
৬.চিনে বাদাম
৭.নুন
৮.চিনি
৯.সাদা তেল

‛সাবুর খিচুড়ি’ বানানোর প্রনালী:

উপবাসের দিনে একদম অন্য স্বাদে বানিয়ে ফেলুন ঝরঝরে ‘সাবুর খিচুড়ি', একবার খেলে প্রেমে পড়ে যাবেন

প্রথমেই ১ কাপ বড় দানার সাবু নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে ২ ঘন্টা রাখতে হবে। তারপর সেদ্ধ আলুকে কেটে নিতে হবে। এরপর প্যানে ২ টেবিল চামচ সাদা তেল গরম করে সাদা জিরে, কাঁচালঙ্কা কুচি, আদা বাটা ফোড়ন দিয়ে আলু, নুন দিয়ে ভেজে নিতে হবে। তারপর ১ মুঠো চিনে বাদাম দিয়ে আবারও ভেজে নিতে হবে।

উপবাসের দিনে একদম অন্য স্বাদে বানিয়ে ফেলুন ঝরঝরে ‘সাবুর খিচুড়ি', একবার খেলে প্রেমে পড়ে যাবেন

তারপর ভিজিয়ে রাখা সাবু দানা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো নুন, চিনি দিয়ে মিশিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নিতে হবে। তারপর চিনে বাদাম র গুঁড়ো দিয়ে আবারও মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে। এরপর ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে করে মিশিয়ে নিলেই একেবারে তৈরি ‛সাবুর খিচুড়ি’।

দেখে নিন ভিডিও-