×
Recipes

একবার খেলেই পড়ে যাবেন প্রেমে, এইভাবে গ্রাম বাংলার স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম পরোটা ও আচারি আলুর দোম

রোজ রোজ একঘেঁয়ে ভাত-রুটি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। আজ তাই একটু ভিন্ন কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি বলবো। যার নাম ‛ডিম পরোটা’ ও সঙ্গে ‛আচারি আলুরদম’। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন।

একবার খেলেই পড়ে যাবেন প্রেমে, এইভাবে গ্রাম বাংলার স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম পরোটা ও আচারি আলুর দোম -

‛ডিম পরোটা’ রান্নার উপকরণ

ময়দা
নুন
চিনি
ডিম
গুঁড়ো দুধ
সাদা তেল

‛ডিম পরোটা’ রান্নার প্রনালী

স্টেপ-১

প্রথমেই ময়দার মধ্যে নুন ও সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে।

স্টেপ-২

তারপর ৩ টে ডিম দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এরপর জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে।

স্টেপ-৩

তারপর পরোটার জন্য লেচি কেটে নিতে হবে। এরপর গোল করে বেলে নিতে হবে।

একবার খেলেই পড়ে যাবেন প্রেমে, এইভাবে গ্রাম বাংলার স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম পরোটা ও আচারি আলুর দোম -

স্টেপ-৪

এরপর মাঝে গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ফোল্ড করে আবারও বেলে নিতে হবে।

স্টেপ-৫

তারপর তাওয়াতে দিয়ে সেঁকে নিতে হবে। এরপর সাদা তেলে এপিঠ-ওপিঠ ভেজে নিলেই একেবারে তৈরি ‛ডিম পরোটা’

একবার খেলেই পড়ে যাবেন প্রেমে, এইভাবে গ্রাম বাংলার স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম পরোটা ও আচারি আলুর দোম -

‛আচারি আলুরদম’ রান্নার উপকরণ

তেজপাতা
শুকনোলঙ্কা
গোটা গরম মসলা
জায়ফল
জয়িত্রী
গোলমরিচ
শামরিচ
নুন
হলুদ
হিং
পেঁয়াজ
কাজুবাদাম
পোস্ত
চিনি
আলু
আচার
সরষের তেল

‛আচারি আলুরদম’ রান্নার প্রনালী:

একবার খেলেই পড়ে যাবেন প্রেমে, এইভাবে গ্রাম বাংলার স্টাইলে বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম পরোটা ও আচারি আলুর দোম -

স্টেপ-১

প্রথমেই কড়াইতে তেজপাতা, শুকনোলঙ্কা, গোটা গরম মসলা, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, শামরিচ দিয়ে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে।

স্টেপ-২

তারপর কড়াইতে সরষের তেল গরম করে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলু কড়াইতে দিয়ে ভেজে তুলে নিতে হবে।

স্টেপ-৩

এরপর ওই তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

স্টেপ-৪

তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জলে গুলে রাখা আচার, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, চিনি, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

স্টেপ-৫

এরপর ভেজে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমান মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।

স্টেপ-৬

তারপর ভেজে রাখা মসলা দিয়ে ভালো করে নাড়িয়ে মিনিট দুয়েক রান্না করে নিলেই একেবারে তৈরি ‛আচারি আলুরদম’।