এইসব মশলা দিয়ে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের শুক্তো, হাত চাটবে আট থেকে আশি

Shukto Recipe: যেকোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের রান্নায় শুক্তো তো হয়েই থাকে। আর সেটা খেতে কেই না পছন্দ করেন বলুন তো? কমবেশি সকলেই শুক্তো খেতে বেশ পছন্দ করেন। আজ আপনাদের সেই শুক্তোর রেসিপিই বলবো। বিশেষ মসলা দিয়ে তৈরি এই শুক্তোর রেসিপি খেতে যেমন অসাধারণ ঠিক তেমনই বানিয়ে ফেলা যায় সহজেই। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন।
শুক্তো তৈরির উপকরন:
১.পাঁচফোড়ন
২.জিরে
৩.নুন
৪.হলুদ
৫.চিনি
৬.তেজপাতা
৭.শুকনোলঙ্কা
৮.উচ্ছে, বেগুন, আলু, গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাটা
৯.রাঁধুনি বাটা
১০.আদা বাটা
১১.দুধ
১২.ঘি
১৩.সরষের তেল
শুক্তো তৈরির প্রনালী:
স্টেপ-১
প্রথমেই একটি কড়াইতে ১ চা চামচ পাঁচফোড়ন ও জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এরপর মসলাটা গুঁড়ো করে নিতে হবে।
স্টেপ-২
এরপর কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে এক মুঠো বড়ি দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই নুন-হলুদ মাখিয়ে রাখা উচ্ছে ভেজে তুলে নিতে হবে।
স্টেপ-৩
তারপর নুন-হলুদ মাখানো বেগুন দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে ১ টা তেজপাতা, ১ টা শুকনোলঙ্কা, ১/২ চা চামচ পাঁচফোড়ন দিয়ে একে একে আলু, গাজর, কাঁচকলা, পেঁপে, সজনে ডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
স্টেপ-৪
এরপর নুন, সামান্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর ঢাকনা খুলে ১ চা চামচ রাঁধুনি বাটা ও ১ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
স্টেপ-৫
তারপর ১ কাপ দুধ ও ১ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো চিনি দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা বড়ি, বেগুন, উচ্ছে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর মিনিট তিনেক ফুটিয়ে নিতে হবে।
স্টেপ-৬
এরপর আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মসলা ও ঘি দিয়ে আবারও মিনিট তিনেক রান্না করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে কিছুক্ষন। আর তাহলেই তৈরি অনুষ্ঠান বাড়ির শুক্তো।
তারপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির স্টাইলে ‛শুক্তো’।
দেখে নিন ভিডিও-