×
Recipes

বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ‘Healthy & Tasty’ চিকেন স্টু, শিখে নিন রেসিপি

আজকালকার যা যুগে হেলদি খাওয়ার খাওয়া কতটা জরুরি তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়। তাই আজ আপনাদের ‛চিকেন স্টু’ র রেসিপি বলবো। যেটি বাচ্চা থেকে বুড়ো সকলের জন্য বেশ উপকারী। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন-

‛চিকেন স্টু’ রান্নার উপকরণ:

১.চিকেন
২.পেঁপে
৩.গাজর
৪.বিনস
৫.আলু
৬.টমেটো
৭.পেঁয়াজ
৮.বাটার
৯.দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ
১০.কাঁচালঙ্কা
১১.নুন

‛চিকেন স্টু’ রান্নার প্রনালী:

বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ‘Healthy & Tasty' চিকেন স্টু, শিখে নিন রেসিপি -

প্রথমেই কড়াইতে বাটার দিয়ে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে থেঁতো করে রাখা রসুন দিয়ে নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে ধুঁয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে ২ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।

বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ‘Healthy & Tasty' চিকেন স্টু, শিখে নিন রেসিপি -

তারপর পেঁপে, আলু, গাজর দিয়ে আবারও কিছুক্ষন রান্না করে নিতে হবে। এরপর স্বাদমতো নুন, বিনস, টমেটো, পেঁয়াজ দিয়ে আবারও মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর পরিমান মতো গরম জল ও কাঁচালঙ্কা দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ২৫ মিনিট রান্না করে নিতে হবে। এরপর সবজি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ‛চিকেন স্টু’।

দেখে নিন ভিডিও-