×
Offbeat

ছবিতে বিড়ালটি সিঁড়ি দিয়ে উঠছে না নামছে? রইল ১০ সেকেন্ডে উত্তর বলার চ্যালেঞ্জ

আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় অবদান বেশ অনেকখানি। আর এই মাধ্যম ধরেই বাইরের জগতের ভালো-মন্দ, জানা-অজানা সবকিছুই আমাদের হাতের মুঠোয় নিমেষেই ধরা দেয়। তেমনই এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে এমন কিছু কিছু ছবি ভাইরাল হয় যা সাধারণ চোখে দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে আপনি ছবির ভিতরে থাকা রহস্য ভেদ করতে পারবেন।

ছবিতে বিড়ালটি সিঁড়ি দিয়ে উঠছে না নামছে? রইল ১০ সেকেন্ডে উত্তর বলার চ্যালেঞ্জ -

তবে, এগুলিকে কি বলা হয় তা জানেন কি? আসলে এই ধরণের ছবি গুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন নেটিজেনরা। কিন্তু কি এমন ছবিতে রয়েছে যার কারণে রীতিমতো চুল ছেড়ার জোগাড় নেটিজেনদের তাই ভাবছেন নিশ্চই?

আসলে ছবির মধ্যে একটি গোলগাল বিড়ালকে দেখা যাচ্ছে। তবে, এই বিড়ালটি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে নাকি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে সেটাই হলো রহস্য। আর এই রহস্যের সমাধান করতে হবে আপনাকেই। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধার্য করা হয়েছে মাত্র ১০ সেকেন্ড। তাহলে দেরি না করে এই চ্যালেঞ্জটি শুরু করুন। তবে মনে রাখবেন যে আপনাকে এটি একা খুঁজে বের করতে হবে।

ছবিতে বিড়ালটি সিঁড়ি দিয়ে উঠছে না নামছে? রইল ১০ সেকেন্ডে উত্তর বলার চ্যালেঞ্জ -

আর আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। এখনও অবধি বেশিরভাগ মানুষ জানিয়েছেন যে, বিড়ালটি নিচের দিকে নামছে। আর তার কারণ হল ছবিতে থাকা সিঁড়িটির ধার বেশ পুরু। আর সেই অর্থে বিড়ালটি নিচের দিকে নামছে বলেই অনেকের মত। অপটিক্যাল ইলিউশন আইকিউ পরীক্ষা নেওয়ার ও আইকিউ স্তর জানার ভালো উপায়। তবে, এ তো গেল দর্শকদের মতামত। ছবিটি দেখে আপনার কি মত যে, বিড়ালটি নীচের দিকে নামছে নাকি উপরের দিকে উঠছে?