Advertisement
Offbeat

Travel: ভুলে যান দীঘা-পুরী! এই স্থানে ঘুরতে গিয়ে বসতি স্থাপন করলেই মিলবে ৫০ লক্ষ টাকা

Advertisement
Advertisements

না ভারতে আর থাকতে ইচ্ছা করছে না। দেশের থেকে বিদেশ অনেক ভালো। এমন কথা ভাবেন তো বহু মানুষ। তবে শুধু ভাবলেই তো হবে না সেসব দেশে গিয়ে বসবাস করা সহজ নয়। ভারতের থেকে হয়তো সেখানে তিনগুন খরচ হয়। এসব কথার মাঝেই মিহির বলে উঠলো জানেন পৃথিবীতে এমন দেশ ও জায়গা আছে যেখানে গিয়ে বসবাস শুরু করলে সেই দেশের সরকার আপনাকে টাকা দেবে। এ কথা শুনে তো সবাই অবাক হয়ে গেছেন।

Travel: ভুলে যান দীঘা-পুরী! এই স্থানে ঘুরতে গিয়ে বসতি স্থাপন করলেই মিলবে ৫০ লক্ষ টাকা

Advertisements

বলেন কি সেই দেশে থাকার জন্য উল্টে সরকার টাকা দেবে। হ্যাঁ এই প্রতিবেদনে তেমনই তিনটি জায়গার নাম সম্পর্কে আলোচনা করা হলো যেখানে থাকলে সরকার আপনাকে টাকা দেবে। দেখে নিন –

Advertisements

Travel: ভুলে যান দীঘা-পুরী! এই স্থানে ঘুরতে গিয়ে বসতি স্থাপন করলেই মিলবে ৫০ লক্ষ টাকা

১) অ্যালবিনেন, সুইৎজ়ারল্যান্ড- সবুজ উপত্যকায় ঘেরা সুইৎজ়ারল্যান্ডের ছোট একটি গ্রাম হলো অ্যালবিনেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামে জনসংখ্যা মাত্র ২৫০ জন। তাই গ্রামের অস্তিত্ব টিকিয়ে রাখতে যাঁরা নিজের ইচ্ছায় সেখানে বসতি স্থাপন করবেন তাঁদের সরকারের পক্ষ থেকে ৬০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ লক্ষ টাকা দেওয়া হবে।

Travel: ভুলে যান দীঘা-পুরী! এই স্থানে ঘুরতে গিয়ে বসতি স্থাপন করলেই মিলবে ৫০ লক্ষ টাকা

২) অ্যান্টিকায়থেরা, গ্রিস – দেশের এই শহরটি যেমন সুন্দর তেমনই শান্ত। এর থেকে চোখ সরানো দায়। সর্বসাকুল্লে এই জায়গায় মোট ৫০ জনের বসতি আছে। গ্রিস সরকার জানিয়েছে তিন বছরের জন্য কেউ যদি সেখানে গিয়ে বসতি গড়ে তাঁকে প্রতি বছর ৬০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা দেওয়া হবে।

Travel: ভুলে যান দীঘা-পুরী! এই স্থানে ঘুরতে গিয়ে বসতি স্থাপন করলেই মিলবে ৫০ লক্ষ টাকা

৩) প্রেসি-অ্যাকোয়ারটিকা, ইতালি – এই দেশের কিন্তু দুটি ভিন্ন শহর। দুটি শহর এক হয়েছে যা ‘স্যালেন্টো’ নামে পরিচিত। এখানেও সরকার ৩০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা দেবে যদি সেই শহরে গিয়ে কেউ বসতি গড়েন।

তাহলে আর চিন্তা কিসের যদি চান সেই শহরে গিয়ে থাকতে পারেন। অবশ্যই আপনি মোটা অংকের টাকা কিন্তু লাভ করতে পারবেন।