বুদ্ধির খেলা: বলুনতো পরীক্ষায় কোন পরীক্ষার্থী চিটিং করছে? ১০ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: সোশ্যাল মিডিয়া খুললেই এখন যে ধরণের টপিক ভাইরাল হয় তা হলো ধাঁধা। বিভিন্ন রকমের ধাঁধা আমরা এখন দেখতে পাই। অবসর সময় মানেই এই খেলার মাধ্যমেই যে সময় কাটাবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে আজকেও এমন একটি বিশেষ খেলা খেলবেন নাকি? খুব সহজ এই খেলায় শুধু আপনাকে কিছু সেকেন্ড মনোযোগ লাগাতে হবে। ফটো দেখে নিজের বুদ্ধি খাটিয়ে কার্যত উত্তর দিতে হবে আপনাকে। কি পারবেন তো?
ফটোতে একটা ক্লাসরুমের চিত্র ফুটে উঠেছে। যেখানে অনেক পড়ুয়া পরীক্ষা দিচ্ছে। আর তাদের লক্ষ্য রাখতে ব্যাস্ত শিক্ষিকা। তবে এত পাহারা থাকলেও একজন পড়ুয়া প্রতারণা (Cheating) করছে। পরীক্ষার খাতায় সে দেখে দেখে উত্তর লিখছে যা অপরাধ। আমরা সবাই কোনো না কোনো সময়ে পরীক্ষা দিয়েছি। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশি সময় লাগার কথা নয়।
তাও আপনার সুবিধার জন্য উত্তর খুঁজে বের করতে ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। তীক্ষ্ণ দৃষ্টি থাকলে আপনি অনায়েসেই এখনই উত্তর বের করে ফেলেছেন। আপনার IQ কতটা প্রকট তা জানার সময় কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। এখনও পর্যন্ত সময় দিলেও যদিও ৩% মানুষ সঠিক আন্দাজ করতে পেরেছেন। কি আপনি পারবেন তো? তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হলো।
Brain Teaser Answer:
সময় শেষ হলো আপনার। এবার আমাদের প্রতিবেদনে দেওয়া উত্তরের সাথে আপনার খুঁজে পাওয়া উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে একদম শেষে যে বেঞ্চ আছে তার ডানদিক থেকে দ্বিতীয় ছাত্রটিকে খেয়াল করুন। সেই ছাত্রটি শিক্ষিকার চোখ এড়িয়ে পরীক্ষা হলে তার হাতে উত্তর লিখে নিয়ে এসেছে। সেখান থেকেই দেখে দেখে লিখতে ব্যস্ত। তাহলে বুঝলেন বুদ্ধি থাকলেই এই ধরণের খেলায় জেতা খুব সম্ভব হবে। সহজ অথচ বুদ্ধির এই খেলায় কার্যত হিমশিম খাচ্ছেন সকলে। আপনার সঠিক উত্তরের জন্য অবশ্যই জিনিয়াস আখ্যা পাবেন আপনি।