
সোশ্যাল মিডিয়াতে (Social Media) সবচেয়ে আকর্ষণীয় (interesting) হলো ধাঁধা। সময় পেলে এখন এই খেলা অবশ্যই সবাই খেলে থাকেন। আর এই ছুটির দিনে দুপুরে ভাত ঘুম না দিয়ে একটু বুদ্ধিতে শান দিলে কেমন হয় বলুন তো! বিশেষ করে আপনার ছোট শিশুকে এই ধরণের খেলায় অবশ্যই নিযুক্ত করাতে পারেন। কারণ ছোট শিশুদের বুদ্ধি বাড়াতে এই ধরণের খেলা খুবই ভালো ও উপযোগী। ছোট শিশু বলতেই মনে পড়লো আজকের ধাঁধা যা এই ধরণের কিছু দিয়ে তৈরী।
আজকের প্রশ্নটি কিন্তু বেশ মজাদার। যেখানে সংকেত থেকে আপনাকে বলতে হবে সেই ছেলেটির নাম কি হবে। পারবেন তো? চিন্তা নেই কিছু সংকেত থাকবে। আজকের ফটোতেও কিছু সংকেত আছে। দেখুন উপরে আছে এক জোড়া জুতো। ঠিক তার নিচে আছে জিভের চিত্র। এবার এই সংকেত থেকেই ছেলেটির নাম কি হবে তা খুঁজে বের করতে হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে এই ছবিটি। আর আমরা শুধুমাত্র Hummpy পাতায় প্রথমবার এই ছবিটি দেখতে পাচ্ছেন। আপনার আগে যদিও বেশ কিছু মানুষ চেষ্টা করেছিল। কিন্তু শুধুমাত্র ১% মানুষ সফল হতে পেরেছেন। এবার আপনি ১% না ৯৯% মধ্যে আসবেন সম্পূর্ণভাবে কিন্তু আপনার উপরেই নির্ভর করছে। আপনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য ৭ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। এখন থেকে সময় শুরু হচ্ছে।
ঘড়ি দৌড়াচ্ছে।
সময় প্রায় শেষের পথে।
৩…২…১…
ব্যাস, আপনার সময় শেষ। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন আপনার উত্তর। ফটোতে সংকেত হিসাবে প্রথমে আছে, জুতো অর্থাৎ ‘sandel‘ বা স্যান্ডেল। দ্বিতীয়তে আছে জিভ বা ‘Jiv‘। অর্থাৎ দুটো একসাথে করলে দাঁড়াচ্ছে ‘San+Jiv= Sanjiv। কেমন মজাদার প্রশ্ন ও তার উত্তর পেলেন নিশ্চয়ই বলে দিতে হবে না। মজাদার এই ধাঁধার খেলায় কিন্তু প্রচুর মানুষ মেতে আছেন।