চোখের ধাঁধা: পাশাপাশি ছবি দু’টোর মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Optical Illusion: মানুষ পার্থক্য খুঁজতে ঠিক কতটা দক্ষ তা বলার দরকার নেই। দুটি ফটো সম্পূর্ণ একইরকম দেখতে কিন্তু ফটোর মধ্যে আছে বেশ কিছু বিশেষ পার্থক্য। আজকের এই বিশেষ খেলা নিয়েই তৈরী হয়েছে আমাদের প্রতিবেদন। আমরা ছোট থেকেই যদিও এই ধরণের খেলা খেলেছি। অবসর সময়েও নেটিজেনরা সবথেকে বেশি এই ধরণের ফটো পার্থক্য ধাঁধার মাধ্যমেই সময় কাটাতে পছন্দ করে থাকেন।
ফটোতে দেখা যাচ্ছে দুটি উইন্ড মিলের চিত্র। সুন্দর আকাশ ও পরিবেশ ও বাড়িঘর মিশ্রিত দুর্দান্ত একটি ফটো প্রতিবেদনে দেখা যাচ্ছে। পাশের ফটোটিও কার্যত একই রকম দেখতে। তবে দুটি ফটো একই রকম দেখতে লাগলেও দুটি ফটোতে মোট পাঁচটি পার্থক্য লুকিয়ে আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনাকে মাত্র ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে ছবি থেকে সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করার জন্য।
অনেক মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন ইতিমধ্যেই। আপনিও যদি পারবেন মনে করে থাকেন তাহলে উত্তর দিন। আপনার সময় এবার শুরু হচ্ছে তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন। সময় কিন্তু এগিয়ে চলেছে। কি পারলেন উত্তর দিতে? খুঁজে যদি পাঁচটি পার্থক্য পেয়ে যান তাহলে প্রতিবেদনের নিচে দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নিন।
নিচে তাহলে পার্থক্য গুলি আলোচনা করা হলো –
১) প্রথম ফটোতে বাঁ দিকে দুটি খড়ের গদি পড়ে থাকলেও দ্বিতীয় ফটোতে সেটা একটা হয়ে গেছে।
২) প্রথম ফটোতে উইন্ড মিলে তিনটি জানলা দেখা গেলেও দ্বিতীয় ফটোতে দুটি জানলা দেখা গেছে।
৩) প্রথম ফটোতে উইন্ড কাটার মধ্য ভাগে কিছু না থাকলেও দ্বিতীয় ফটোতে কাটার মাঝে দেখা গেল একটা স্ক্রু লাগানো আছে।
৪) উইন্ড মিলের পাশে সবুজ রঙের ছোট গাছ দেখা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ফটোতে সেই গাছ দেখা যাচ্ছে না।
৫) প্রথম ফটোতে আকাশে শুধু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ফোটোতে মেঘের সাথে দেখা মিলেছে সূর্য।
উপরে আমাদের দেওয়া উত্তরের সাথে আপনার খুঁজে বের করা উত্তর গুলি মিলিয়ে নিন। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মোট ৫টি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো।