Offbeat

চোখের ধাঁধা : এতগুলো ‘278′ লেখার মাঝে লুকিয়ে আছে একটি ‘218′, খোঁজার জন্য রইলো ১০ সেকেন্ড সময়

Advertisement
Advertisements

Optical Illusion: অনেকের ছোট থেকেই ধাঁধা খেলা একটা সুন্দর জায়গা করে নিয়েছে প্রতিদিনের জীবনে। আজকেও চেষ্টা করবেন নাকি একটি অংকের দুর্দান্ত ধাঁধার (Optical Illusion)। আপনি চাইলে কিন্তু অনায়েসেই উত্তীর্ণ দিতে পারবেন। যদিও কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনি অংকে (Math) যদি খুব ভালো হন তাহলে চিন্তা কি। আসলে এই প্রশ্নে কোনো অংক নেই। বরং আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। তাহলে অনায়েসেই এই প্রশ্নটির উত্তর কিছু সেকেন্ডের মধ্যেই বের করে দেবেন।

দৃষ্টি শক্তি যদি তীক্ষ্ণ হয় তাহলেই খুব সহজে উত্তর দিতে পারবেন। দেখুন আজকের ফটোতে প্রচুর 278 লেখা আছে। তবে তার মধ্যেই লেখা আছে একটি 218। চিন্তা নেই ১০ সেকেন্ড সময় পাবেন আপনি। তার মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে। ইতি মধ্যেই কিন্তু আপনার সময় এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। মাত্র ৩% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন।

চোখের ধাঁধা : এতগুলো ‘278' লেখার মাঝে লুকিয়ে আছে একটি ‘218', খোঁজার জন্য রইলো ১০ সেকেন্ড সময়

আপনার সময় ছুটছে।

পেয়েছেন উত্তর খুঁজে?

সময় কিন্তু শেষের পথে।



চোখের ধাঁধা : এতগুলো ‘278' লেখার মাঝে লুকিয়ে আছে একটি ‘218', খোঁজার জন্য রইলো ১০ সেকেন্ড সময়

আপনার সময় শেষ হয়ে গেল। যারা উত্তর খুঁজে পেয়েছে মিলিয়ে দেখুন। ফটোতে ভালো করে নিচের দিকে লক্ষ্য করুন। ফটোতে মোট ১৪ টি স্তম্ভ ও ১২টি সারি আছে। তার মধ্যে ৯ নম্বর স্তম্ভের, ১১ নম্বর সারিটি দেখুন। 278 সংখ্যার বদলে 218 সংখ্যা লেখা আছে। বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি প্রয়োগ করলেই সহজে দিতে পারবেন এই প্রশ্নের উত্তর। যারা পেরেছেন উত্তর দিতে অবশ্যই তাদের জিনিয়াস বলতেই হবে। বোঝার সুবিধার জন্য মার্ক (Mark) করেও দেখিয়ে দেওয়া হলো।