Offbeat

চোখের পরীক্ষা: ৫৪ টি ডাইনোসরের মধ্যে ১ টি আলাদা, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Advertisement

Optical Illusion: এই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দৌলতে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই। বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারে (Twitter) আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা। যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে।

তবে, আজকের এই ব্রেন টিজারটির (Brain Teaser) মধ্যে অনেকগুলি ডাইনোসরের (Dinosaur) ছবি আছে। কিন্তু তার মধ্যে যে আলাদা ডাইনোসরের (Odd Dinosaur) ছবিটি আছে সেটাই আপনাকে খুঁজে বের করতে হবে। তাও আবার ১৫ সেকেন্ডের মধ্যে। আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস বলা চলে। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চোখের পরীক্ষা: ৫৪ টি ডাইনোসরের মধ্যে ১ টি আলাদা, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

আর এক্ষেত্রে সকলের মনে প্রথমেই যে প্রশ্নটি আসতে পারে সেটি হল আলাদা একটি ডাইনোসরের ছবি এখানে কি আদেও আছে? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, আপনারা যদি খুব মন দিয়ে লক্ষ্য করেন তাহলে ডাইনোসরের (Dinosaur) বডি পার্টে কিছু না কিছু খুদ দেখতে পাবেন। তবে, এই সমস্যার সমাধান যদি নিজেই করতে পারেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ দক্ষতার ক্ষমতাকে উন্নত করতে পারবেন।

অনেকেই আছেন যারা কিনা নেশার বসে পড়ে হোক বা অবসর সময় কাটাতে কিছু না কিছুর উপর নির্ভরশীল। আর সেই হিসেবেই মানুষ বেছে নেয় মজার কিছু খেলা। তবে, আজ আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী।

চলুন তবে এবার উত্তরটি জেনে নেওয়া যাক:

চোখের পরীক্ষা: ৫৪ টি ডাইনোসরের মধ্যে ১ টি আলাদা, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

এই ব্রেন টিজারের যে ছবিটি আছে তারমধ্যে প্রতিটি ডাইনোসরের (Dinosaur) দুটি করে পা দেখা যাচ্ছে। কিন্তু একটি ডাইনোসরের সামনে একটি পা দেখা যাচ্ছে। আর সেই ডাইনোসরটাই ছবিটার ভিতর কোথায় আছে সেটাই আপনাকে ১৫ সেকেন্ডের ভিতর খুঁজে বের করার কথা বলা হয়েছে। খুব মনোযোগ সহকারে দেখলে আপনি দেখতে পাবেন যে, ছবিটির ৪ নং সারির ৮ নং স্তম্ভে ওই ডাইনোসরটিকে (Odd Dinosaur) দেখতে পাবেন। এবার নিজেই দেখেই মিলিয়ে নিন।