চোখের পরীক্ষা: বলুন তো ‘BACK’ শব্দের মধ্যে আছে ১ টি ‘PACK’ লেখা, খোঁজার জন্য রইলো ১৩ সেকেন্ড সময়

Optical Illusion: তীক্ষ্ণ দৃষ্টি থাকলে অপটিক্যাল ইলিউশনের উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে দিতে পারবেন। বর্তমান সময়ে ইংরেজি কিন্তু কমবেশি সবাই জানেন। তবে জানা জিনিসের মধ্যে থেকে ভুল ধরতে পারবেন? জেনেও যদি সেই ভুল খুঁজে না পান আর পরবর্তীতে জানতে পারেন তাহলে একটু হলেও নিজের খারাপ লাগবেই তা বলার অপেক্ষা রাখে না। আজ কিন্তু তেমনই ইংরেজির শব্দের দুর্দান্ত একটি ধাঁধা নিয়ে হাজির হয়েছি।
আজকের এই প্রতিবেদনে দেখুন ফটোর মধ্যে প্রচুর বার ‘BACK’ শব্দটি লেখা আছে। একবার নয় এমন শব্দ বহুবার লেখা আছে। কিন্তু এর মাঝেই লুকিয়ে আছে অন্য একটি শব্দ যা আপনাকে দেখে বলতে হবে। অবশ্যই না পারলে আমরা উত্তর দেবো তবে আগে আপনাদের চেষ্টা করা বাঞ্চনীয়। চিন্তা নেই উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনি মাত্র ১৩ সেকেন্ড সময় পাবেন।
এর আগেও নিশ্চয়ই এই ধরণের খেলা খেলেছেন। উত্তর দেওয়ার জন্য কিন্তু আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হচ্ছে। মাত্র ১০% মানুষ এখনও পর্যন্ত সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। অপটিক্যাল এই বিভ্রম গুলি মানুষের চোখে ধোকা তৈরী করে। তীক্ষ্ণ দৃষ্টি ও উচ্চ বুদ্ধি সম্পন্ন মানুষরাই পারবেন সঠিক উত্তর দিতে। এবার কিন্তু আপনার সময়ও ধীরে ধীরে শেষ হয়ে আসছে।
আপনিও তাহলে পারলেন না উত্তর দিতে তাই তো? ফটোতে মোট ১৫টি সারি ও ১০টি স্তম্ভ আছে। তার মধ্যেই ১০ নম্বর সারির ১০ নম্বর স্তম্ভে ‘BACK’ শব্দের বদলে লেখা আছে ‘PACK’। শুধু লিখে নয় বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে গোল চিহ্ন কেটে বুঝিয়ে দেওয়া হয়েছে। কেমন লাগলো আপনাদের এই প্রশ্ন নিচে কমেন্ট করে জানান। এই বার সঠিক উত্তর দিতে না পারলেও পরেরবার অবশ্যই পারবেন এমনটা আশা করাই যায়।