চোখের পরীক্ষা: এই ছবিতে লুকিয়ে আছে একটি চিতাবাঘ, খুঁজে পাওয়া শুধু মুশকিল নয়, প্রায় অসম্ভব!

Optical Illusion: বৃহৎ ও সুন্দর এই পৃথিবীতে নিজে চোখে সবকিছু দেখা হয়ে ওঠে না। কিছু এমন জায়গা কিংবা প্রাণীরা আছে যাদের শুধু ফটো কিংবা গল্পেই নাম শোনা যায়। প্রাণী বলতে মনে পড়লো স্নো লেপার্ড বা তুষার চিতাবাঘের নাম শুনেছেন নিশ্চয়ই। প্রকৃতির সুন্দর সৃষ্টি এই প্রাণী ঠান্ডা জায়গায় সম্পূর্ণ বরফের মধ্যেই বাস করে। খুব কম মানুষই যদিও এই প্রাণীটিকে নিজে চোখে দেখেছেন। আর আজ সেই বিশেষ প্রাণীটিকে কেন্দ্র করেই দুর্দান্ত এক অপটিক্যাল ইলিউশনের খেলা নিয়ে হাজির হয়েছি।
এখন সোশ্যাল মিডিয়াতে তো অপটিক্যাল ইলিউশন কিংবা ধাঁধা খেলার ছড়াছড়ি দেখা যায়। সেই কারণেই আজ আপনাদের জন্য দুর্দান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখুন ফটোতে দেখা যাচ্ছে পাহারের মধ্যে বিভিন্ন জায়গায় বরফে ঢাকা আছে। খুব সুন্দর চোখ জুড়ানো পরিবেশের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটি তুষার চিতাবাঘ। যদিও আপনি এতো সহজে দেখলে বুঝতে পারবেন না।
প্রথম অবস্থায় দেখা না গেলেও ভালো করে দেখলে কিন্তু অবশ্যই সেই বিশেষ চিতাবাঘটিকে দেখতে পাবেন। এখনও পর্যন্ত এই প্রশ্নের ১% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনি পারবেন উত্তর দিতে। যদিও আপনাকে ৭ সেকেন্ড সময় দেওয়া হবে সঠিক উত্তর দেওয়ার জন্য। সেই কারণে খুব ভালো করে ফটোটা দেখে তারপরে উত্তর দিন। সময় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ও প্রায় শেষের পথে।
কি তাহলে উত্তর দিতে পারলেন না? ফটোটা ভালো করে দেখুন একদম ফটোর মাঝখানে পাহারের উপরে সেই চিতাবাঘ আছে। সম্পূর্ণ শরীর নয় বরং মুখ বের করে বসে আছে সে। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যেই অত্যাধিক বড়ো করে দেখানো হলো। আপনি উত্তর দিতে সফল না হলেও পরিবারের ও বন্ধুদের সাথে এই খেলা ভাগ করে নিতে ভুলবেন না কিন্তু।