চোখের পরীক্ষা: এতগুলো ‘254′ লেখার ভিড়ে লুকিয়ে আছে একটি ‘264′ লেখা, ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Optical Illusion: ধাঁধা খেলার সাথে বর্তমানে মানুষের নিবিড় সম্পর্ক। আট থেকে আশি সকলকেই প্রতিদিনের জীবনে এমন একটা নিশ্চিন্ত মুহূর্ত কাটাতে সাহায্য করি আমরা। সেই হিসাবেই আজকে আমরা হাজির আরও একটি নতুন ধাঁধা নিয়ে। আজকের ধাঁধা কোনো ব্যক্তি বা জায়গার নয়। বরং তৈরী হয়েছে সংখ্যা দিয়ে। একটি সংখ্যার মধ্যেই অন্য সংখ্যা ঢুকে গেছে যার ফলে অনায়েসেই তৈরী হয়েছে গন্ডগোল।
তবে আপনি চাইলে অনায়েসেই সেই একই সংখ্যার মধ্যে থেকে অন্য সংখ্যাটি খুঁজে বের করতে পারবেন। এই ধরণের ধাঁধা খেলতে আপনার দরকার শুধুমাত্র দুটি জিনিসের। এক হলো বুদ্ধি ও দ্বিতীয় হলো খুব ভালো IQ। আপনাকে একটি ফটোর মধ্যে থেকে ভুল খুঁজে বের করতে হবে। দেখুন আজকের ফটোতে শুধুই চোখে পড়ছে 254। তবে তার মধ্যেই কিভাবে একবার 264 সংখ্যাটি ভুল করে ঢুকে গেছে। সেই ভুল চিহ্নিত করার জন্য ৫ সেকেন্ড সময় পাবেন আপনি। তার মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে।
ইতি মধ্যেই কিন্তু আপনার সময় এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। মাত্র ১% মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন।
আপনার সময় ছুটছে।
পেয়েছেন উত্তর খুঁজে?
সময় কিন্তু শেষের পথে।
৩…২…১…
আপনার সময় শেষ হয়ে গেল। যারা উত্তর খুঁজে পেয়েছেন এবার আমাদের প্রতিবেদনের মাধ্যমে মিলিয়ে দেখুন। ফটোতে ভালো করে নিচের দিকে লক্ষ্য করুন। ফটোতে মোট ১৩ টি স্তম্ভ ও ১৫ টি সারি আছে। তার মধ্যে ১০ নম্বর স্তম্ভের, ৬ নম্বর সারিটি দেখুন। 254 সংখ্যার বদলে 264 সংখ্যা হয়ে গেছে। যা আপনাকে খুঁজে বের করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে গোল চিহ্ন করেও দেখিয়ে দেওয়া হলো। যারা উত্তর দিতে পেরেছেন তারা এক এক জন জিনিয়াস।