চোখের ধাঁধা: এই ছবির মধ্যে এতগুলো মেয়ে-ছেলের গ্রুপের মধ্যে একটা গ্রুপ আলাদা, খোঁজার জন্য রইলো ১৫ সেকেন্ড সময়

Optical Illusion: দিনের শেষে নিজের সাথে একটু সময় কাটাতেই হবে। আর বর্তমানে নিজের সাথে সময় কাটানোর মোক্ষম বিষয় বস্তু অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কিংবা বিভিন্ন ধাঁধা খেলা। তাই আপনাদের মন ও মাথা ঝরঝরে করে তোলবার জন্য আবারো হাজির হয়েছি আজকের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। তবে জানেন কি এই ধরণের খেলা গুলি কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করে –
১) বিনোদন (Entertainment)
২) পড়াশুনা ভিত্তিক (Educational Purpose)
৩) জ্ঞান সমন্ধিও শিক্ষা (Cognitive Development)
৪) বিভিন্ন শারীরিক সুস্থতা বজায় রাখতে (Physical Development)
৫) নিয়োগ পদ্ধতি (Recruitment tool)
আরও বিভিন্ন কারণ আছে তবে সাধারণত বিজ্ঞানের ভাষাতে এই কয়েকটির কারণের জন্যই অপটিক্যাল ইলিউশনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবার আজকের প্রশ্নটি আপনাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া যাক। দেখুন ফটোতে কিছু মহিলা ও পুরুষকে দেখা যাচ্ছে বড়ো ঝুড়ি হাতে দাঁড়িয়ে থাকতে। এত গুলি মানুষকে একইরকম দেখতে লাগলেও একটি আছে যা অন্যরকম। আপনাকে সেটি খুঁজে বের করতে হবে।
সহজ এই প্রশ্নের জন্য ১৫ সেকেন্ড সময় দেওয়া হবে। এখনও পর্যন্ত মাত্র ৫% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন এই প্রশ্নের। তাহলে এবার থেকে কিন্তু আপনার নির্দিষ্ট সময় শুরু হয়ে গেল।
১৫
১৪
১৩
১২
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
কি উত্তর খুঁজে পেয়েছেন? আপনার সময় কিন্তু শেষ
তিন নম্বর সারির, দ্বিতীয় স্তম্ভের গ্রুপটি বাকিদের থেকে আলাদা। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে কালো চিহ্ন (Black Mark) করে দেওয়া হলো। ব্যস্ত দিনের শেষে কয়েক সেকেন্ডের এই খেলা মানসিক শান্তি অবশ্যই দেবে তা বলার অপেক্ষা রাখে না।