Advertisement
Offbeat

চোখের ধাঁধা: ছবিতে পাশাপাশি দু’টো উটের মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, জিনিয়াস হলে ১১ সেকেন্ডে খুঁজে দেখান

Advertisement
Advertisements

Optical Illusion: দুটি ছবি দেখতে সাধারণত একই রকম। তবে ভালো করে দেখলে বোঝা যাবে বেশ খানিক পার্থক্য আছে। সাধারণ মানুষের দৃষ্টি দিয়ে দেখলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে একজন ডিটেক্টিভের নজর থেকে। যেখানে কার্যত দুটি ছবির মধ্যের পার্থক্য আপনার চোখে বেঁধে যাবে। তাহলে হবেন নাকি ফেলুদা বা ব্যোমকেশ বক্সী? তাদের মতো করেই আজ এই অসাধারণ ধাঁধার উত্তর খুঁজে বের করুন। অবসর সময়ে নেটিজেনরা (Netizens) সবথেকে বেশি এই ধরণের ধাঁধার মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন।

ফটোতে দেখা যাচ্ছে দুটি উট (Camel)। কার্যত পাশাপাশি দুটি একই ফটো। মরুভূমির এই প্রাণীটি কার্যত সবার থেকে আলাদা। আজ তবে উট এসে হাজির হয়েছে পিরামিডের সামনে। কিন্তু এক মিনিট, পাশাপাশি দুটো ফটো কিন্তু এক রকম নয়। হ্যাঁ এর মধ্যেও লুকিয়ে আছে ৫টি বিশেষ পার্থক্য। যা আপনাকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন।

Advertisements

আপনার কাছে মাত্র ১১ সেকেন্ড আছে। কি পারবেন তো এই সময়ের মধ্যে উত্তর গুলি খুঁজে বার করতে। ছবি থেকে তাড়াতাড়ি সেই পাঁচটি পার্থক্য খুঁজে বের করুন। অনেক মানুষ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। তাদের দৃষ্টি শক্তি সত্যি খুব উন্নত। আপনাকে হার মানলে চলবে না।

Advertisements

আপনার নির্দিষ্ট সময় এবার এখন থেকে শুরু হয়ে গেছে। তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন।

সময় কিন্তু এগিয়ে চলেছে…

আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে

৫…৪…৩…২…১…

চোখের ধাঁধা: ছবিতে পাশাপাশি দু'টো উটের মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, জিনিয়াস হলে ১১ সেকেন্ডে খুঁজে দেখান

সময় আপনার শেষ। নিশ্চয়ই ৫টি পার্থক্য খুঁজে পেয়েছেন। এবার আমাদের পাওয়া উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখে নিন। নিচে আপনাদের পাঁচটি পার্থক্য বিস্তারিত বলা হলো।

১) প্রথম ফটোতে আকাশে বড়ো একটি সূর্য দেখা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় ফটোতে সেই সূর্য গায়েব।

২) প্রথম ফটোতে উটের দাঁত দেখা যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় ফটোতে তা দেখা যাচ্ছে।

৩) প্রথম ফটোতে উটের পিছনে তিনটি পিরামিড দেখা যাচ্ছে, তবে দ্বিতীয় ফটোতে এখটা উধাও হয়ে গেছে।

৪) উটের পিছনের পা দুটি লক্ষ্য করুন। প্রথম ফটোতে একটু পিছনে থাকলেও দ্বিতীয় ফটোতে তা এগিয়ে এসেছে।

৫) প্রথম ফটোতে ডান দিকে তিনটি নারকেল গাছ আছে। কিন্তু দ্বিতীয় ফটোতে সেটা হয়ে গেছে দুটি নারকেল গাছ।

চোখের ধাঁধা: ছবিতে পাশাপাশি দু'টো উটের মধ্যে রয়েছে ৫ টি পার্থক্য, জিনিয়াস হলে ১১ সেকেন্ডে খুঁজে দেখান

আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মোট ৫টি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো। কতজন হলেন ফেলুদা বা ব্যোমকেশ, নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।