চোখের পরীক্ষা: এতগুলো ‘স্মার্ট ওয়াচ’-এর মধ্যে একটি আলাদা, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন!

Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের খেলার কোনো নির্দিষ্ট সময় নেই। স্মার্ট ফোন (Smart Phone) ব্যবহার করে প্রতিটি মানুষ সেই খেলা নিজের মতো উপভোগ করছে। বুদ্ধির এই খেলায় কেউ হয় রাজা আবার কেউ দিনের পর দিন কার্যত চেষ্টা চালিয়েই চলেছে। আজকের বিশেষ ধাঁধাটি বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি দুটি মিলেই তৈরী করা হয়েছে। যা আপনাকে প্রমাণ করতে সাহায্য করবে কতটা স্মার্ট আপনি। পুঁথিগত জ্ঞান নয় বরং আপনার দৃষ্টি শক্তির মাপার এই খেলায় দুর্দান্ত একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি।
বিশেষ ধরণের এই ধাঁধায় (Optical Illusion) একটি অড স্মার্ট ঘড়ি খুঁজে বের করতে হবে। ফটোতে দেখুন দেখা যাচ্ছে একইরকম বেশ অনেকগুলি স্মার্ট ওয়াচ আছে। কার্যত ভুল করেই অন্য একটি স্মার্ট ওয়াচ সেই ফটোর মধ্যে ঢুকে পড়েছে। তাই আপনাকে সেই ODD স্মার্ট ওয়াচ খুঁজে বের করতে হবে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি ও দৃষ্টি শক্তি মেপে নিতে পারবেন। উত্তর খুঁজে বের করার জন্য ১০ সেকেন্ড সময় থাকবে।
তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে। এখনও পর্যন্ত ৯৯% মানুষ সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে। তাড়াতাড়ি উত্তর দিন। সময় প্রায় শেষের পথে।
৫…৪…৩…২…১…
আপনার সময় শেষ হলো। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে মোট ৫৫ টি একই ধরণের স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন। কিন্তু না ৫৫ নয় ৫৪ টি একই ধরণের ঘড়ি আছে। কারণ ৩ নম্বর স্তম্ভের ৪ নম্বর সারিতে যে স্মার্ট ওয়াচ আছে সেটা সম্পূর্ণ অন্যরকম। রংটি দেখেই সেটা বোঝা সম্ভব হচ্ছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। যাদের উত্তর সঠিক হয়েছে তারা প্রত্যেকে জিনিয়াস ও স্মার্ট ব্যক্তিত্ব বলতেই হবে।