চোখের পরীক্ষা: এই জামাকাপড়ের ভিড়ে লুকিয়ে আছে একটি মথ, ১১ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই চোখের খেলা। সামনেই লুকিয়ে থাকে প্রশ্নের উত্তর থাকলেও চটকরে খুঁজে পাবেন না। আসলে এই ধরণের খেলা আজ নয় বরং বছরের পর বছর ধরে চলে আসছে। তবে এখনের খেলা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। মজাদার এই ধরণের মস্তিস্ক প্রসূত খেলা গুলি খেলতে চমৎকার লাগে। এই খেলা গুলি কার্যত অবসরের সময় কাটানোর বিশেষ সঙ্গী। এই ধরনের মস্তিষ্কের ধাঁধা (Optical Illusion) খেলার মধ্যে দিয়ে বুদ্ধির বিকাশ হয়।
দেখুন প্রতিবেদনের ফটোতে বেশ অনেকগুলি জামাকাপড় দেখা যাচ্ছে। প্যান্ট, শার্ট, গেঞ্জি থেকে কার্যত সব কিছুই বর্তমান। তবে এই জামাকাপড়ের মাঝেই লুকিয়ে আছে অন্য একটি জিনিস। দেখতে পাচ্ছেন সেই জিনিষ কোনটি? কোনো জড়ো বস্তু না বরং সেখানে লুকিয়ে আছে একটি মথ। যা আমরা নিজেদের বাড়ি ঘরে সবসময়ই দেখতে পাই। ফটো দেখে কি কিছু আন্দাজ করতে পারছেন?
এই ধাঁধাটির উত্তর এখনও পর্যন্ত মাত্র ১% মানুষ দিতে পেরেছেন। আপনার জন্য মাত্র ১১ সেকেন্ড সময় বরাদ্দ আছে। তার মধ্যেই সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। সময় কিন্তু এখন থেকে তাহলে চালু হচ্ছে। আমরা আপনাদের নির্দিষ্ট সময় দেবো।
১১
১০
৯
৮
৭
৬
৫
৪
৩
২
১
আপনার সময় সমাপ্ত হলো। এবার আমাদের উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে একটু ডানদিক ঘেষে দেখার চেষ্টা করুন। দেখুন সেই মথ (Moth) পোকাটিকে দেখা যাচ্ছে। সঠিক চিহ্ন (Mark) করে বুঝিয়ে দেওয়া হলো। তাই সহজেই আপনারা বুঝতে পারবেন। আপনি যদি একই উত্তর খুঁজে পেয়েছিলেন। তাহলে অবশ্যই একজন জিনিয়াস।