চোখের ধাঁধা: ছবিতে হরিণ ছাড়াও রয়েছে একটি বনবিড়াল! ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Optical Illusion: মনোযোগী ও উচ্চ দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ গুলি বিশেষ করে অপটিক্যাল ইলিউশনের খেলা গুলি খেলতে পছন্দ করেন। এমন কিছু ছবি বা মাথা খারাপ করে দেওয়া ধাঁধা থাকে যা আপনার মস্তিষ্কর সাথে রীতিমতো প্রতারণা করে। কিন্তু আপনার তীক্ষ্ণ দৃষ্টি শক্তি থাকলে যথারীতি এই উত্তর দিতে সক্ষম হবেন। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ধাঁধা খেলার প্রশ্নটি দেখে নেওয়া যাক।
ফটোতে দেখুন বনের মধ্যে একটি হরিণ কে দেখতে পাওয়া যাচ্ছে। সেই হরিণটি কিছু একটা দেখছে তবে সেটা কি? অন্যদিকে সেই হরিণকে শিকার করার জন্য সেখানে উপস্থিত হয়েছে এক বন বিড়াল। দেখতে পাচ্ছেন তাঁকে? যদি এই হরিণটিকে বাঁচাতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে সেই বন বিড়ালটি থেকে বাঁচাতে হবে। চিন্তা নেই আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। এই দুর্দান্ত ধাঁধাটি কিন্তু সোশ্যাল মাধ্যমে এখন ট্রেনডিং চলছে তা বলাই যায়।
সঠিক উত্তর খুঁজে বের করার জন্য আপনাকে 12 সেকেন্ড সময় দেওয়া হবে। আপনি কি এখনই খুঁজে পেয়ে গেছেন সেই প্রাণীটিকে। না পেয়ে থাকলে চিন্তা নেই আমরা খুঁজে দেবো আপনাদের জন্য তবে তার আগে আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো। সময় এগিয়ে চলেছে তাই আপনিও তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। এখনও পর্যন্ত মাত্র ৫% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।
কি পারবেন না এই প্রশ্নের সঠিক উত্তর দিতে তাই তো? আগেই জানিয়ে দিচ্ছি ফটোতে বাস্তবে কোনো বন বিড়াল নেই। কিন্তু হরিনের শিঙটি কার্যত বন বিড়ালের মুখের মতন মনে হচ্ছে। ফটোর মধ্যে দিয়ে নির্দিষ্ট মার্ক করেও দেওয়া হলো আপনাদের বোঝার সুবিধার জন্য। যদি ভালোলাগে এই ধাঁধাটি অতি অবশ্যই পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আপনার কেমন লাগলো এই ধাঁধা তা জানাতে কমেন্ট করে ভুলবেন না যেন।