×
Offbeat

চোখের পরীক্ষা: ৯৫% ব্যর্থ! এই ছবির মধ্যে লুকিয়ে আছে একটি কুমির, রইলো ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

Optical Illusion: আপনার দৃষ্টি শক্তি কি খুব তীক্ষ্ণ। তাহলে অনায়েসেই ফটোটিতে লুকিয়ে থাকা বিশাল হিংস্র এই প্রাণীটিকে নিশ্চয় দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন না? এত তাড়াতাড়ি নয় উত্তর দেওয়ার জন্য সময় পাবেন। এই ধরনের ধাঁধা খেলার মধ্যে দিয়েই আমরা বুদ্ধি ও উচ্চ দৃষ্টিশক্তির ধারণা পাই। অপটিক্যাল ইলিউশন মানেই চোখের ধাঁধা যা সামনে থাকলেও আমরা সবসময় উত্তর দিতে পারি না। আপনাদের জন্যই এই প্রতিবেদনে নিয়ে এসেছি এই বিশেষ ধরণের খেলাটি।

সম্প্রটি একটি ফটো সামনে এসেছে যেখানে জঙ্গলের সুন্দর একটি চিত্র ফুটে উঠেছে। জলের মধ্যে বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে। বনে অনেক প্রাণী থাকবেই তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ফটোতে লুকিয়ে রয়েছে একটা জ্বলজ্যান্ত কুমির (Crocodile)। আর এই ফটো থেকেই আপনাকে সেই প্রাণীকে খুঁজে দেখাতে হবে।

চোখের পরীক্ষা: ৯৫% ব্যর্থ! এই ছবির মধ্যে লুকিয়ে আছে একটি কুমির, রইলো ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

খুব সোজা বলে মনে হলেও কিন্তু ৯৫% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারেননি এখনও পর্যন্ত। যে কারণে বর্তমান সময়ে সবথেকে কঠিন ধাঁধা এই ফটো অনায়েসেই বলা যায়। উত্তর দেওয়ার জন্য মাত্র ৬ সেকেন্ড সময় আছে আপনার কাছে। ভালো করে দেখুন এই ফটো ও তারপরে উত্তর দিন। তবে ইতিমধ্যেই যারা ছবির মধ্যে থেকে কুমির টিকে খুঁজে পেয়েছেন মানতেই হবে তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই তীক্ষ্ণ।

চোখের পরীক্ষা: ৯৫% ব্যর্থ! এই ছবির মধ্যে লুকিয়ে আছে একটি কুমির, রইলো ৭ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

আপনিও তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। চলুন আমরাই দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের আসল উত্তর। দেখুন ফটোর ডান দিকে একটি গাছের ডালের পিছনদিকে জলের মধ্যে থেকে কুমিরের মুখ দেখা যাচ্ছে। একমাত্র খুব ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। আশা করি সুন্দর এই ধাঁধাটি আপনি বন্ধু ও পরিবারের সাথে ভাগ করে নেবেন।