Offbeat

চোখের ধাঁধা: এই বন্ধ তালাগুলোর মধ্যে ১ টি তালা খোলা, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Advertisement
Advertisements

Optical Illusion: বাড়িতে নিশ্চয়ই আপনারা তালা ও চাবি ব্যবহার করে থাকেন। কার্যত সব বাড়িতেই এই তালা চাবি ব্যবহারের প্রচলন আছে। সেই কারণেই আজ আপনাদের জন্য দুর্দান্ত একটি তালা-চাবির ধাঁধা নিয়ে হাজির হয়েছি। যেখানে অসংখ্য বন্ধ তালার মধ্যে থেকে একটি তালা যা খোলা আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে।

হয়তো প্রশ্ন শুনেই আপনারা বেশ ঘাবড়ে গেছেন। কিন্তু জানিয়ে রাখি আপনাদের জন্য এই ধাঁধাটি খুবই সহজ হবে। যদি মনোযোগ সহকারে এই ধাঁধাটি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই ধাঁধার মধ্যে তেমন কঠিন কিছুই নেই। কিন্তু মাত্র ১০% মানুষ এই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত দিতে পেরেছেন। তাহলে আপনি পারবেন তো? আমরা শেষে উত্তর দিয়ে দেবো। আপনারা খুঁজে পাওয়া উত্তরের সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন।

চোখের ধাঁধা: এই বন্ধ তালাগুলোর মধ্যে ১ টি তালা খোলা, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

আপনাকে মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হবে সঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় কিন্তু শুরু হচ্ছে। চেষ্টা করুন উত্তর দেওয়ার জন্য এত তাড়াতাড়ি হার স্বীকার করবেন না। তবে তাড়াতাড়ি সময় কিন্তু একদম শেষের পথে। পেয়েছেন উত্তর, তাহলে আমাদের নিচে দেওয়া উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে দেখুন।

চোখের ধাঁধা: এই বন্ধ তালাগুলোর মধ্যে ১ টি তালা খোলা, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

ফটোতে নিচে বাঁ দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। বাকি সব তালা বন্ধ থাকলেও এই একটি তালা কিন্তু খোলা আছে। আমাদের উত্তরের সাথে যদি আপনার খুঁজে পাওয়া উত্তর মিলে যায় তাহলে আপনাকে জিনিয়াস বলতেই হবে। ফটোতে বোঝার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেওয়া হয়েছে।