চোখের পরীক্ষা: তরমুজের মাঝে লুকিয়ে আছে একটি সাপ, ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

Optical Illusion: অপটিক্যাল বিভ্রমের প্রচুর খেলা তো খেলেছেন। কিন্তু জানেন কি কত রকমের অপটিক্যাল বিভ্রম আছে? জ্ঞানীয়, শারীরবৃত্তীয়, এবং আক্ষরিক চাক্ষুষ বিভ্রম হল তিন ধরনের অপটিক্যাল বিভ্রম। কার্যত আপনার চোখ ও ব্রেনের সাথে প্রতারণা যুক্ত এই খেলাই হলো এখনকার দিনের সবথেকে বেশি জনপ্রিয় খেলা এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। তবে আপনাদের জন্য মজাদার একটি খেলাই আজকের প্রতিবেদনের মূল উদ্দেশ্য।
ফটোতে অনেক গুলি তরমুজের কাঁটা অংশ দেখা যাচ্ছে। এই গরমে ধাঁধা খেলার থেকেও মনে হয় এই তরমুজে খেলে বেশি স্বস্তি দেবে । যাই হোক, এই তরমুজের মধ্যেই লুকিয়ে আছে একটি সাপ যা আপনাকে খুঁজে বের করতে হবে। পারবেন তো সহজ এই প্রশ্নের উত্তর দিতে? চিন্তা নেই আমরা আপনাকে সাহায্য করবো।
আপনাকে যদিও ৬ সেকেন্ড সময় দেওয়া হবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে। পারবেন তো? এখনও পর্যন্ত মাত্র ১০% মানুষ সঠিক উত্তর দিতে পেরেছেন। তাহলে এবার আপনার সঠিক উত্তর দেওয়ার সময়। এখন থেকে নির্দিষ্ট সময় চালু হচ্ছে…
৬
৫
৪
৩
২
১
সময় শেষ। এবার আমাদের উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখুন। ফটোর নিচের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই দেখতে পাবেন একটা সবুজ সাপ (Green Snake) সেখানে রয়েছে। সাপের মুখ দেখে বোঝা যাচ্ছে। আপনারা কতজন এই উত্তর সঠিক খুঁজে পেয়েছেন তা অবশ্যই আমাদের জানাবেন। ভালো করে বোঝার জন্য ছবিতে চিহ্ন (Mark) করে দেখিয়ে দেওয়া হলো।