Offbeat

Optical Illusion: এই ছবির জুতোগুলোর মধ্যে আছে একটি বড়সড় ভুল, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

Optical Illusion: রবিবার মানেই তো আলসেমি আর স্মার্ট ফোনের মাধ্যমে সময় কাটানোর দিন। বাইরে যা গরম তা থেকে ঘরের মধ্যে বসে অবসরে বুদ্ধির খেলা বা ধাঁধা (Optical Illusion) খেলতে সকলে মেতে আছেন। আপনাদের জন্য আজকেও নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই প্রশ্ন জানার জন্য খুবই আগ্রহী আছেন আপনারা। প্রশ্ন তো জানাবো অবশ্যই তার আগে আপনাদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত ৭% মানুষ মাত্র এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন।

এবার ফিরে আসা যাক আজকের প্রতিবেদনের প্রশ্নে। দেখুন ফটোতে অনেক গুলি রঙবেরঙের জুতোর চিত্র দেওয়া আছে। নিশ্চয়ই জুতো গুলি দেখেই আপনার পছন্দ হয়ে গেল একটা। কিন্তু জানেন আজকের প্রশ্নটি ঠিক কি। এই সুন্দর জুতো গুলির ফটোর মধ্যেই লুকিয়ে থাকা একটি জুতো কার্যত জোড়া নেই। অর্থাৎ ডান পাটি ও বাম পাটি নয় বরং যে কোনো একটি একই পায়ের দুটি জুতো আছে যা আপনাকে খুঁজে বের করতে হবে।

Optical Illusion: Can You Find A Mistake In 9 Seconds

Optical Illusion: এই ছবির জুতোগুলোর মধ্যে আছে একটি বড়সড় ভুল, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

জানিয়ে রাখি আপনাকে কিন্তু মাত্র ৯ সেকেন্ড সময় দেওয়া হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভাবছেন এই প্রশ্নের তো কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর দিয়ে দেবেন। দেখতে খুব সহজ মনে হলেও আদতে কিন্তু দৃষ্টি শক্তি প্রখর না থাকলে বা ধাঁধা (Optical Illusion) খেলায় পারদর্শী না হলে এই ধরণের উত্তর দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই সময় শুরু হয়ে যাচ্ছে আপনার তাই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করুন।

Optical Illusion: এই ছবির জুতোগুলোর মধ্যে আছে একটি বড়সড় ভুল, ৯ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

কি পেয়ে গেছেন উত্তর খুঁজে? এবার তাহলে আমাদের প্রতিবেদনে দেওয়া সঠিক উত্তর দেখে নিন। আগে ফটোটি ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। একদম উপরে গোলাপি রঙের যে ক্যানভাস জুতো আছে সেখানেই ভুল লুকিয়ে আছে। সেই দুটি জুতো আদতে বাঁ পায়ের। একটা ডান পা ও একটা বাঁ পায়ের হলে এই জুতো জোড়া সঠিক হতো। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মার্ক করে দেওয়া হলো। রবিবারের দিনে পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর এই ধাঁধাটি ভাগ করে নিতে ভুলবেন না যেন।