চোখের পরীক্ষা – পাশাপাশি দু’টো ছবির মধ্যে আছে ৫ টি পার্থক্য, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি চ্যাম্পিয়ন

দুটি একইরকম ছবি পাশাপাশি রেখে দিলে তার মধ্যে থেকে আপনি কি ছোট খাটো কিছু পার্থক্য খুঁজে বের করতে পারবেন? আদতে খুবই সহজ একটা খেলা। কিন্তু দৃষ্টি শক্তি আপনার ভালো দরকার যে কারণে বেশিরভাগ মানুষ এই প্রতিবেদনের উত্তর দিতে পারেন না। আজকের প্রতিবেদন ঠিক তেমনই কিছু নিয়ে তৈরী। এমনিও মানুষ পার্থক্য খুঁজতে খুবই দক্ষ। চোখের সামনে কিছু আসলেই খুঁত ধরতে পারে। আজকের ধাঁধা (Optical Illusion) খেলা থেকেও আপনাকে ৫টি পার্থক্য খুঁজে বের করতে হবে।
ফটোতে দেখা যাচ্ছে দুটি বাচ্চা ছেলে ঢেকি চড়তে ব্যস্ত। ছোটবেলার সেই মুহুর্ত কার্যত সবার নিশ্চয়ই মনে পড়ছে। পাশাপাশি দুটি একই ফটো। সেই ফটোতে গাছপালা, সারমেয়, উঁচু বিল্ডিং কার্যত সব কিছুই দেখা যাচ্ছে। দুটি ফটো একই রকম দেখতে। কিন্তু দুটি ফটোতে মোট পাঁচটি পার্থক্য আছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন ও তার পরে চেষ্টা করুন।
আপনার কাছে মাত্র ১০ সেকেন্ড সময় আছে। কি পারবেন তো এই সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে। অনেক মানুষ ইতিমধ্যেই নিজের হার শিকার করে নিয়েছেন। তাদের দৃষ্টি শক্তি খুব উন্নত নয় তা বলতেই হবে। তবে আপনার সময় এবার শুরু হয়ে গেছে। তাই উত্তর দেওয়ার চেষ্টা করুন।
সময় কিন্তু এগিয়ে চলেছে…
আর মাত্র কয়েক সেকেন্ড
৫…৪…৩…২…১…
সময় আপনার শেষ। এবার আমাদের পাওয়া উত্তরের সাথে আপনি দেখে নিন। নিচে আপনাদের পাঁচটি পার্থক্য বিস্তারিত বলা হলো।
১) প্রথম ফটোতে একদম বাঁ দিকে দেখুন একটা সবুজ ঘাস আছে। তবে তার পাশের ফটো অর্থাৎ ডান দিকের ফটোতে সেই গাছ নেই।
২) প্রথম ফটোতে সারমেয়টির গলায় চেন বাঁধা আছে। কিন্তু দ্বিতীয় ফটোতে সেই চেন দেখা যাচ্ছে না।
৩) প্রথম ফটোতে ঢেকিতে নিচে যে মেয়েটি আছে তার মাথায় ঝুঁটি দেখা যাচ্ছে। দ্বিতীয় ফটোতে যদিও সেই ঝুঁটি নেই।
৪) প্রথম ফটোতে পিছনের দিকে দেখা যাচ্ছে একটা গাছের পাতা আছে। দ্বিতীয় ফটোতে সেটা উধাও।
৫) প্রথম ফটোতে একদম পিছনে বড়ো গাছের পাতা দেখা যাচ্ছে। তবে দ্বিতীয় ফটোতে সেটা দেখা যাচ্ছে না।
আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে মোট ৫টি পার্থক্য গুলি চিহ্নিত করে দেওয়া হলো।