×
Offbeat

Optical Illusion: ছবিতে শুকরকে দেখতে পাচ্ছেন? রইলো ১৩ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

কি ছবি দেখে মনে হচ্ছে সব গুলি শুকর তাই তো? আসলে কিন্তু তাই নয়। ফটোর মাধ্যমে এই ধরণের ধাঁধা খেলার প্রচলন উঠেছে মানুষের মধ্যে। তাই অপটিক্যাল ইলিউশন নেটিজেনদের এখন পছন্দের খেলা বলা চলে। এই ধরণের ফটোর মধ্যে দিয়ে উত্তর খোঁজার খেলায় মেতে ঠান্ডা অনেকেই। যে কারণে সম্প্রতি ভাইরাল হওয়া এই ফটো ঘিরে নেটিজেনরা নেমে পরেছেন সবার আগে উত্তর খোঁজার খেলায়।

তবে জানিয়ে রাখি মাত্র ১% মানুষ এখনও পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছে। ফটোতে অনেক গুলি শুকরের মতন কার্টুন চিত্র দেখা যাচ্ছে। তবে আপনাকে বলতে হবে এর মাঝেই লুকিয়ে আছে আসল এক শুকর সেটা কোথায়? উত্তর দেওয়ার জন্য আপনি ১৩ সেকেন্ড সময় পাবেন। তাই ভালো করে দেখে ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করুন।

সময় কিন্তু শুরু হয়ে গেছে আপনার। এই ধরণের প্রশ্ন কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মাধ্যমেই উত্তর দিয়ে দেওয়া সম্ভব হবে। তবে আপনার উত্তর দেওয়ার সময় শেষ হয়ে গেলেও আপনি দিতে পারলেন না। অনেকে যেমন বলেছেন ফটোতে কোনো শুকর নেই। তবে আমরা বলছি এই ফটোর মধ্যেই লুকিয়ে আছে একটি শুকর। তাহলে এবার উত্তর দেখে নিন।

Optical Illusion: ছবিতে শুকরকে দেখতে পাচ্ছেন? রইলো ১৩ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ -

ফটোর একদম ডান দিকে দেখুন সেই শুকরের মুখ দেখা যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার জন্য ফটোর মধ্যে নির্দিষ্ট মার্ক করেও দেওয়া হলো। এই ধরণের আরও দুর্দান্ত প্রশ্ন নিয়ে হাজির হবো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। তার আগে এই প্রশ্নটি পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে নিন।