Offbeat

বুদ্ধির খেলা: পা দেখে বলুন কোন মহিলাটি অন্তঃসত্ত্বা, ১২ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস!

Advertisement
Advertisements

কোনো মানুষের IQ বেশি থাকলে কিন্তু যে কোনো প্রশ্নের খুব চটপট উত্তর দেওয়া সম্ভব। আপনারও নিশ্চয়ই দৃষ্টি শক্তি ও বুদ্ধি দুটি প্রখর? তাহলে আজকের খেলার সহজ প্রশ্নের উত্তর দেবেন? না না কঠিন নয় বরং একদম জানা জিনিস নিয়েই আজ আপনাদের জন্য হাজির হয়েছি।

ফটোতে ভিন্ন তিন মহিলার পায়ের অংশ ফুটে উঠেছে। হ্যাঁ আজ মুখ নয় বরং পা দেখেই উত্তর দিতে হবে। দেখুন তিন মহিলার আলাদা আলাদা পা দেখা যাচ্ছে। কিন্তু এদের মধ্যে এমন একজন আছেন যিনি অন্ত:সত্ত্বা (Pregnant)। হ্যাঁ সেই মহিলাকেই খুঁজে বের করতে হবে। বাঁদিকের মহিলা যেমন হাই হিলস পরে আছে। মাঝের জনের পায়ে সাধারণ জুতো ও শেষের জন পরেছেন ক্যানভাস।

বুদ্ধির খেলা: পা দেখে বলুন কোন মহিলাটি অন্তঃসত্ত্বা, ১২ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস!

সহজ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১২ সেকেন্ড সময় পাবেন। তাই অতি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিন। এখনও পর্যন্ত ৭% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। আপনারও সময় তাহলে এখন থেকে শুরু করা হচ্ছে।

১২
১১
১০








বুদ্ধির খেলা: পা দেখে বলুন কোন মহিলাটি অন্তঃসত্ত্বা, ১২ সেকেন্ডে বলতে পারলেই আপনি জিনিয়াস!

পেয়েছেন আপনি উত্তর? ডানদিকে যে মহিলার পায়ে ক্যানভাস জুতো পরা আসলে সে অন্তসত্ত্বা। তার ফলেই জুতোর ফিতে বেঁধে উঠতে পারেনি। আপনারও একই উত্তর এসেছে? তাহলে তো অবিলম্বে এই IQ টেস্টে আপনি পাশ করেছেন। জিনিয়াস বলা ছাড়া আর কোনো উপায় নেই। আশা করি যারা পারলেন না তারাও পরেরবার উত্তর দিতে পারবেন।