OffbeatBrain Teasers

বুদ্ধির খেলা: 70-84÷14+2-6÷3=কত হবে? সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস

Brain Teaser: বুদ্ধির বিকাশ ঘটাতে ব্যাপক উপকারী অঙ্কের ধাঁধা। হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানান ধরনের ধাঁধার ছবি। একদিকে যেমন সাধারণ মানুষ ঝুঁকছেন অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মতো ছবিগুলির দিকে ঠিক তেমনই বুদ্ধির বিকাশ ঘটাতে কিংবা দীর্ঘদিন ধরে মস্তিষ্কে জমে থাকা জটিল জট খুলতে অনেকেই ভরসা রাখছেন অঙ্কের ধাঁধায়(Brain Teaser) । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ছবি। আর সেই ছবিটি সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হল আপনাদের।

Today’s Math Puzzle

নিত্যদিনের মতোই আজ আবারও Humppy.com আপনাদের জন্য নিয়ে এসেছে অসাধারণ একটি মজার খেলা। তবে এই ধাঁধা সমাধান করার জন্য তীক্ষ্ণ দৃষ্টি থাকলে চলবে না থাকতে হবে প্রখর বুদ্ধি। 70-84÷14+2-6÷3=? 15 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের সমাধান করতে পারলে কিন্তু জিনিয়াস।

সময় শুরু হল এখন

নিজের তালে এগিয়ে যাচ্ছে সময়

সময় প্রায় শেষের দিকে

5

4

3

2

1

সমাধান করতে পারলেন? আচ্ছা দ্বিতীয়বার চেষ্টা করে দেখুন। বুদ্ধি দিয়ে অঙ্কের সমাধান করুন তাড়াতাড়ি।

দ্বিতীয়বার শুরু হল সময়

গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সময়

আর মাত্র বাকি কয়েক সেকেন্ড

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

সমস্যা

70-84÷14+2-6÷3=?

সমাধান

70-84÷14+2-6÷3= 64

আপনাদের বোঝার সুবিধার্থে করে দেওয়া হল অঙ্কের সরলীকরণ

70-84÷14+2-6÷3=?

70 – 6 + 2-6÷3 =?

64 + 2 – 2 = 64 (Ans)

সময়ের মধ্যে যারা উত্তর দিতে পেরেছেন তারা নিঃসন্দেহে জিনিয়াস। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও যারা সমাধান করতে পারলেন না অঙ্কের, তারা আবার হতাশ হয়ে বসে থাকবেন না যেন। খুব শীঘ্রই নিত্যনতুন মজার খেলা নিয়ে হাজির হবো আমরা।