অঙ্কের ধাঁধা : বলুন তো, 5+5÷5+5×5-5=কত? সমাধান করতে পারলেই আপনি জিনিয়াস! রইলো ১৫ সেকেন্ড

কোনো কাজ করতে গিয়ে বারবার ভুলে যাচ্ছেন? কোথায় কী রেখেছেন মনে থাকছে না? মস্তিষ্কের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েনি তো? তাহলে কিন্তু ভরসা রাখতে পারেন ধাঁধায়। মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে গাণিতিক ধাঁধার থেকে ভালো উপায় আর কিছু হতেই পারে না। নানান ধরনের গাণিতিক ধাঁধা (Math Puzzle) সমাধানের ফলে গণিতের প্রতি বাড়ে আকর্ষণ। গাণিতিক ধাঁধা আত্মকেন্দ্রিক নির্ভরশীলতা বৃদ্ধি করে। বলা ভালো, এ ধরনের ধাঁধা সমাধানের ফলে ইতিবাচক প্রভাব পড়ে আমাদের জীবনে।
আসলে অঙ্ক অনেকের কাছেই ভীষণ কঠিন। আবার আমাদের চারিপাশে এমন অনেকেই আছেন যারা খুব সহজেই কঠিন কঠিন অঙ্কের সমাধান করে দিতে পারেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয় নানান ধরনের অঙ্কের ধাঁধা (Math Puzzle)। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায় হল অঙ্কের ধাঁধা সমাধান।
Humppy.com নিত্যদিনের মতোই আজও আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মজার খেলা। তবে আজ লুকিয়ে থাকা কোনো শব্দ বা অক্ষর খুঁজে নিতে হবে না। বরং সমাধান করতে হবে অঙ্কের। যদিও এটি সমাধান করতে গিয়ে মাথায় হাত পড়েছে গণিত প্রেমীদের। দেখুন তো আপনি সমাধান করতে পারেন কী না? আপনাকে বলতে হবে 5+5÷5+5×5-5=? যদিও উত্তর দেওয়ার জন্য আপনাকে দেওয়া হবে 15 সেকেন্ড সময়।
সময় কিন্তু শুরু হয়ে গেছে।
নিজের তালে বয়ে চলেছে সময়।
বাকি আর মাত্র কয়েক সেকেন্ড
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা,
5+5÷5+5×5-5=?
সমাধান
5+5÷5+5×5-5= 26
আপনাদের বোঝার সুবিধার্থে করে দেওয়া হল অঙ্কের সরলীকরণ
5+5÷5+5×5-5=?
5+1+25-5=?
31-5=26 (Ans)
খেলায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। নিত্য নতুন এমন খেলা পেতে নজর রাখুন আমাদের পেজে।