অঙ্কের ধাঁধা : 28-33÷3+6-10÷2=কত, সঠিক উত্তর দিতে চুল ছিঁড়ছে গণিতপ্রেমীরাও
Math Puzzle: 28-33÷3+6-10÷2=?, সমাধান করতে মাথা ঠুকছে জিনিয়াসরাও

Brain Teaser: অপটিক্যাল ইলিউশন, ব্রেন টিজার বা ধাঁধার মতো খেলাগুলির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সাধারনের কাছে। স্মার্টফোন এবং ইন্টারনেটের দুনিয়ায় এই সকল মজাদার বিষয় আমাদের যেন হাতের মুঠোয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিত্যদিন অবসর সময় কাটানোর জন্য ভরসা রাখেন এ ধরনের খেলায়। কখনো লুকিয়ে থাকা ছবি থেকে খুঁজে বার করতে হয় কোনো সংখ্যা বা অক্ষর। কখনো আবার করতে হয় আজব অঙ্কের সমাধান।
Today’s Math Puzzle:
Humppy.com নিয়ম করে প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে হাজির হয় নানান ধরনের মজার মজার খেলা। সেই রেশ বজায় রেখে আজও চলে এসেছি আমরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি কিন্তু বেশ কঠিন। এই সমস্যা সমাধান করার জন্য ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকলে চলবে না। বরং থাকতে হবে বুদ্ধি। আসলে আজ ছবি থেকে খুঁজে বের করতে হবে না কোনো সংখ্যা। সমাধান করতে হবে অঙ্কের। হাতে সময় পাবেন 12 সেকেন্ড।
আরও পড়ুনঃ মাত্র 17 হাজার টাকায় বাড়ি আনুন Royal Enfield এর বেস্ট সেলিং বাইকটি! কিন্তু কিভাবে? দেখে নিন
সময় কিন্তু নিজের মতন বয়ে চলেছে
5
4
3
2
1
অঙ্কের সমাধান করা গেল? আচ্ছা আরো একবার চেষ্টা করে দেখুন। দ্বিতীয়বার দেওয়া হলো সুযোগ।
তাড়াতাড়ি করুন সময় কিন্তু বয়ে চলেছে
5
4
3
2
1
সময় শেষ, এবার উত্তর দেখে নেওয়ার পালা।
সমস্যা,
28-33÷3+6-10÷2=?
সমাধান,
28-33÷3+6-10÷2=?
28-11+6-5=?
28-11+1=?
17+1= 18 (Ans)
যারা সময়ের মধ্যে উত্তর দিতে পেরেছেন তাদের শুভেচ্ছা। তবে যারা উত্তর দিতে পারলেন না তারা মন খারাপ করে বসে থাকবেন না। খুব শীঘ্রই নানান মজার মজার খেলা নিয়ে হাজির হব আমরা।