OffbeatBrain Teasers

অঙ্কের ধাঁধা : বলুন তো, 123+1=16, 234+1=24, 345+1=কত হবে? উত্তর দিতে চুল ছিঁড়ছে জিনিয়াসরাও

Brain Teaser: স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় নিত্যদিন প্রকাশ্যে আসছে নানান ধরনের ধাঁধার খেলা। এই ধরনের ধাঁধা গুলি থেকে কখনো আমাদের খুঁজে নিতে হয় লুকিয়ে থাকা অবয়ব কিংবা অক্ষর। কখনো আবার সমাধান করতে হয় জটিল জটিল অঙ্কের। তবে ধাঁধা যেমনই হোক না কেন এগুলি দেখতে যতটা সহজ সমাধান করা ঠিক ততটাই কঠিন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি অঙ্কের ধাঁধা (Math Puzzle)। সেই ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদের।

Today’s Math Puzzle

নিত্যদিনের মতোই আজকেও Humppy.com আপনাদের জন্য নিয়ে এসেছে একটি মজার খেলা। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের খেলাটি একটু কঠিন কারণ আজকের ধাঁধা সমাধান করার জন্য কেবলমাত্র ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি থাকে চলবেনা সঙ্গে থাকতে হবে প্রখর বুদ্ধি। আসলে আজ আপনাদের একটি অঙ্কের সমাধান করতে হবে। আপনাদের বলতে হবে, 123+1=16, 234+1=24, 345+1=?। 8 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের সমাধান করতে পারলেই জিনিয়াস।

সময় শুরু হয়ে গেছে

নিজের তালে বয়ে যাচ্ছে সময়

তাড়াতাড়ি করুন, সময় প্রায় শেষের দিকে

4

3

2

1

সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।

সমস্যা,

123+1=16, 234+1=24, 345+1=?

সমাধান,

123+1=16, 234+1=24, 345+1= 32

আপনাদের বোঝার সুবিধার্থে করে দেওয়া হল অঙ্কের সরলীকরণ

123+1=16, অঙ্কের সমাধান করার জন্য প্রথমে 1 এর সঙ্গে যোগ করতে হবে 3। উত্তর হবে 4। এরপর 4 এর সঙ্গে আবার 4 গুণ করতে হবে। তাহলেই পাওয়া যাবে 16।

ঠিক একইভাবে 345+1=? জানতে হলে প্রথমে 3 এর সঙ্গে যোগ করতে হবে 5। উত্তরটা হবে 8। এরপর 8 এর সঙ্গে গুন করতে হবে 4। অর্থাৎ 345+1=32।