বুদ্ধির খেলা: এই দুই মহিলার মধ্যে কোনটা বাচ্চা ছেলেটির মা, আপনি জিনিয়াস হলে উত্তর দিয়ে দেখান

Optical Illusion: মা ও সন্তানের এই সম্পর্কের মতো কোনো সম্পর্ক পৃথিবীতে হবে না। প্রতিবেদনের শুরুতেই বলে রাখি আজকের এই প্রতিবেদন কিন্তু সকল মা ও সন্তানের উদ্দেশ্যেই তৈরী করা হয়েছে। তাই বাকি সকলে তো খেলবেন অবশ্যই তাঁর সাথেই মা ও সন্তানদের এই প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রশ্নটি ভালো করে দেখুন আগে।
একটি ঘরের মধ্যে ছোট এক শিশুকে (Child) নিজের মনের মতো খেলা করতে দেখা যাচ্ছে। সামনেই দুটি চেয়ারে মুখোমুখি দুটি মহিলা (women) বসে আছেন। তবে জানেন কি এই দুজনের মধ্যেই একজন ক্ষুদে শিশুটির মা (Mother)। তবে বলে না দিলে বোঝা খুবই মুশকিল বাচ্চাটির মা আসলে কোন মহিলা। তাই আপনাকে বুদ্ধির সাহায্যে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।
উত্তর দেওয়ার জন্য ৭ সেকেন্ড সময় থাকবে আপনার কাছে। তার মধ্যেই সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। কি পারবেন আপনি? এখন থেকে তাহলে আপনার নির্দিষ্ট সময়ের সূচনা করা হলো…
৭
৬
৫
৪
৩
২
১
ব্যাস, শেষ হয়ে গেল আপনার সময়। উত্তর দেবার আগে জানিয়ে রাখি মাত্র ৪% মানুষ এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। ফটোতে বাঁ দিকে যে মহিলা সবুজ ড্রেস পরে বসে আছেন তিনি সেই বাচ্চাটির মা। কারণ বাচ্চাটির চুলের রঙে সাথে মহিলাটির চুলের রঙে যথাযত মিল পাওয়া যাচ্ছে। যদি আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে আমাদের উত্তর মিলে যায় তাহলে আপনাকে জিনিয়াস বলতেই হবে।